এক্সপ্লোর
এবিপি আনন্দে ‘সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুম’, বৃহস্পতিবারের বিষয় নবম শ্রেণির ভৌতবিজ্ঞান, দশমের জীবনবিজ্ঞান, দ্বাদশের পদার্থবিদ্যা ও নিউট্রেশন
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশজুড়ে লকডাউন। শিক্ষা প্রতিষ্ঠানে তালা। এই অবস্থায় গৃহবন্দি পড়ুয়াদের সুরাহা দিতে টেলিভিশনের মাধ্যমে সরাসরি ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

কলকাতা: লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ স্কুল। তাই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এবিপি আনন্দে ‘সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমের’ আয়োজন করেছে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতর। পড়ুয়ামহলে তা বেশ জনপ্রিয় হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশজুড়ে লকডাউন। শিক্ষা প্রতিষ্ঠানে তালা। এই অবস্থায় গৃহবন্দি পড়ুয়াদের সুরাহা দিতে টেলিভিশনের মাধ্যমে সরাসরি ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যা সরাসরি দেখানো হচ্ছে একমাত্র এবিপি আনন্দে।
ক্লাসরুম নিয়ে গোটা রাজ্যের পড়ুয়াদের সাড়া পাওয়ার পর গত সোমবার থেকে বাংলার শিক্ষা ক্লাসরুমের সংখ্যা বাড়ানো হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা এবং দুপুর ৩টে থেকে ৪টে দু’টি ক্লাস হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আলোচনা হয় নবম শ্রেণির ভৌতবিজ্ঞান, দ্বাদশের পদার্থবিদ্যা নিয়ে। দুপুর ৩টেয় দশমের জীবনবিজ্ঞান, দ্বাদশের নিউট্রেশন নিয়ে আলোচনা হয়। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















