এক্সপ্লোর

Tiger Census: চার বছরে বাঘের সংখ্যা বৃদ্ধি ২০০, প্রধানমন্ত্রীর হাতে প্রকাশিত ব্যাঘ্রসুমারি

Tiger Population:রবিবার পঞ্চম পর্যায়ে দেশের ব্যাঘ্রসুমারির রিপোর্ট প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি: ব্য়াঘ্র সংরক্ষণের ৫০ বছর পূর্ণ হয়েছে। এ বার দেশের মোট ব্যাঘ্রসুমারির রিপোর্ট প্রকাশ করল কেন্দ্রীয় সরকার (Tiger Census)। তাতে দেখা গিয়েছে, ২০১৮ সালে দেশে মোট বাঘের সংখ্যা ছিল ২ হাজার ৯৬৭। তার পর দীর্ঘ দিন ব্যাঘ্রসুমারির ফলাফল ঘোষণা করা হয়নি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi) জানালেন, ২০২২ সাল পর্যন্ত দেশে মোট বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ১৬৭ (Tiger Population)।

রবিবার পঞ্চম পর্যায়ে দেশের ব্যাঘ্রসুমারির রিপোর্ট প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাতে বলা হয়েছে, ২০২২ সালের গণনা অনুযায়ী, এই মুহূর্তে দেশে মোট বাঘের সংখ্যা ৩ হাজার ১৬৭। এর আগে, ২০১৯ সালের জুলাই মাসে ২০১৮-র ব্যাঘ্রসুমারি সামনে এসেছিল। সে বার দেশে ২ হাজার ৯৬৭টি বাঘ রয়েছে বলে জানানো হয়। অর্থাৎ গত চার বছরে দেশে বাঘের সংখ্যা বেড়েছে ২০০। 

এর আগে, ২০০৬ সালে দেশে মোট বাঘের সংখ্যা ছিল ১ হাজার ৪১১। ২০১০ সালে তা বেড়ে হয় ১ হাজার ৭০৬টি। ২০১৪ সালে তা আরও বেড়ে পৌঁছয় ২ হাজার ২২৬-এ। এ দিন কর্নাটকের মহীশূরে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই উপলক্ষেই প্রকাশিত হয় ২০২২ সালের ব্যঘ্রসুমারি।

ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের ৫০ বছর পূর্তিতে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেশে যা এই প্রথম। তিন দিনের এই সম্মেলনে বিশ্বের সর্বত্র ব্যাঘ্র নিরাপত্তা, সংরক্ষণ নিয়ে বিশদ আলোচনা হবে। শুধু বাঘই নয়, সিংহ, চিতা, তুষারচিতা, চিতাবাঘ, বনবিড়াল, জাগুয়ার সংরক্ষণের উপরও জোর দেওয়া হচ্ছে।

বেআইনি শিকার, বন্যপ্রাণী পাচার চক্রকে রুখতে ২০১৯ সালেই বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এ দিন সম্মেলন উদ্বোধনের আগে বন্দিপুর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রেও যান তিনি। ঘুরে দেখেন মুড়ুমালাই ব্য়াঘ্র সংরক্ষণের অন্তর্গত থেপ্পাকাড়ু হস্তিশিবিরও। 

এ দিন প্রধানমন্ত্রী বলেন, "ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের ৫০ বছর পূর্ণ হয়েছে। ওই প্রকল্পের সাফল্য শুধুমাত্র ভারতের মধ্যেই সীমিত নেই। গোটা বিশ্বে এর প্রভাব পড়েছে। ভারত শুধু বাঘের প্রাণরক্ষাই করেনি, উপযুক্ত বাস্তুতন্ত্র গড়ে তুলেছে, যেখানে তাদের সংখ্যাবৃদ্ধি ঘটে। স্বাধীনতার ৭৫ বছরে এই মুহূর্ত তাই অত্যন্ত আনন্দের। কারণ বিশ্বের মোট ব্যাঘ্র জনসংখ্যার ৭৫ শতাংশ ভারতের ৭৫ হাজার বর্গ কিলোমিটার ব্যাঘ্র সংরক্ষণভূমিতেই লালিত পালিত।  প্রত্যেকের যোগদানেই এই মাইলফলক ছোঁয় সম্ভব হয়েছে।"

এ দিন প্রধানমন্ত্রী জানান, হাজার হাজার বছর ধরে ভারতীয় সংস্কৃতির অঙ্গ বাঘ। মধ্যপ্রদেশের গুহার অন্দরে ১০ হাজার বছর পুরনো চিত্রশিল্পেও বাঘের দেখা মেলে।  বিশেষ করে দেশের জনজাতি সম্প্রদায়ের সঙ্গে বাঘের সংযোগের কথা তুলে ধরেন তিনি। জানান, দেশের বহু সম্প্রদায়ের মানুষ বাঘকে পুজো করেন। শুধু বাঘই নয়, দেশে সিংহ, চিতা, হাতি, গন্ডারের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। জানান,এ ই মুহূর্তে এশিয়াটিক হাতি, এক শিং বিশিষ্ট গন্ডারে সংখ্যায় ভারতই এগিয়ে। একমাত্র ভারতেই এশিয়াটিক সিংহের দেখা মেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

 Stock Market Crash: মোদির দিল্লি জয় বাঁচাতে পারল না ! একদিনে প্রায় ৬ লক্ষ কোটি টাকার ক্ষতি, কেন আজ পড়ল বাজার ? 
মোদির দিল্লি জয় বাঁচাতে পারল না ! একদিনে প্রায় ৬ লক্ষ কোটি টাকার ক্ষতি, কেন আজ পড়ল বাজার ? 
Stock Market Crash: সোমেই বড় ধস বাজারে,  ১০ বছরে সর্বোচ্চ শেয়ার বিক্রি করল বিদেশি বিনিয়োগকারীরা
সোমেই বড় ধস বাজারে, ১০ বছরে সর্বোচ্চ শেয়ার বিক্রি করল বিদেশি বিনিয়োগকারীরা
Tiger Attacked: জঙ্গলে চলছিল তল্লাশি, আচমকাই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, মর্মান্তিক ঘটনা মৈপীঠে !
জঙ্গলে চলছিল তল্লাশি, আচমকাই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, মর্মান্তিক ঘটনা মৈপীঠে !
Ketugram Incident: কেতুগ্রামে পরিত্যক্ত বাড়িতে আগে থেকেই মজুত বিপুল পরিমাণ বিস্ফোরক ! অনুমান পুলিশের
কেতুগ্রামে পরিত্যক্ত বাড়িতে আগে থেকেই মজুত বিপুল পরিমাণ বিস্ফোরক ! অনুমান পুলিশের
Advertisement
ABP Premium

ভিডিও

Moipith Incident : বাঘে-মানুষে টানাটানি। ফের শিরোনামে মৈপীঠ। প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তাMoipith Incident : মৈপীঠে বাঘের মুখে বনকর্মী ! নেপথ্যে বনদফতরের গাফিলতি ? কী বললেন DFO ?SSC Hearing : 'এসএসসি, বোর্ড এবং সরকারের তথ্যে বৈষম্য রয়েছে', বললেন ফিরদৌস শামীমSSC Case Hearing: কমিশন থেকে সিবিআই-ওএমআর শিট সংক্রান্ত তথ্য নিয়েই সন্দেহ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
 Stock Market Crash: মোদির দিল্লি জয় বাঁচাতে পারল না ! একদিনে প্রায় ৬ লক্ষ কোটি টাকার ক্ষতি, কেন আজ পড়ল বাজার ? 
মোদির দিল্লি জয় বাঁচাতে পারল না ! একদিনে প্রায় ৬ লক্ষ কোটি টাকার ক্ষতি, কেন আজ পড়ল বাজার ? 
Stock Market Crash: সোমেই বড় ধস বাজারে,  ১০ বছরে সর্বোচ্চ শেয়ার বিক্রি করল বিদেশি বিনিয়োগকারীরা
সোমেই বড় ধস বাজারে, ১০ বছরে সর্বোচ্চ শেয়ার বিক্রি করল বিদেশি বিনিয়োগকারীরা
Tiger Attacked: জঙ্গলে চলছিল তল্লাশি, আচমকাই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, মর্মান্তিক ঘটনা মৈপীঠে !
জঙ্গলে চলছিল তল্লাশি, আচমকাই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, মর্মান্তিক ঘটনা মৈপীঠে !
Ketugram Incident: কেতুগ্রামে পরিত্যক্ত বাড়িতে আগে থেকেই মজুত বিপুল পরিমাণ বিস্ফোরক ! অনুমান পুলিশের
কেতুগ্রামে পরিত্যক্ত বাড়িতে আগে থেকেই মজুত বিপুল পরিমাণ বিস্ফোরক ! অনুমান পুলিশের
Madhyamik Exam 2025: পরীক্ষাকেন্দ্র খুঁজে না পেয়ে দিশেহারা মাধ্যমিক পরীক্ষার্থী, বাইকে করে পৌঁছে দিল পুলিশ !
পরীক্ষাকেন্দ্র খুঁজে না পেয়ে দিশেহারা মাধ্যমিক পরীক্ষার্থী, বাইকে করে পৌঁছে দিল পুলিশ !
Pariksha Pe Charcha 2025 :পরীক্ষার ভয়ে রাতের ঘুম উড়েছে ? অনায়াসে ভয়কে জয় করার টিপস দিলেন প্রধানমন্ত্রী
পরীক্ষার ভয়ে রাতের ঘুম উড়েছে ? চাপ সামলে ভয়কে জয় করার দারুণ টিপস দিলেন প্রধানমন্ত্রী
Newtown Security: নিউটাউনে নিরাপত্তা সেই ঢিলেঢালাই, বড় রাস্তায় নাকা চেকিং, উল্টোদিকের 'ঘটনাস্থল' রয়েছে অন্ধকারেই
নিউটাউনে নিরাপত্তা সেই ঢিলেঢালাই, বড় রাস্তায় নাকা চেকিং, উল্টোদিকের 'ঘটনাস্থল' রয়েছে অন্ধকারেই
Gold Silver Price Today: চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম, এবার কি পেরোবে ৯০ হাজারের গণ্ডি?
চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম, এবার কি পেরোবে ৯০ হাজারের গণ্ডি?
Embed widget