এক্সপ্লোর
Advertisement
৮ বছরের ছেলের উদ্যোগে উঠল ২ লাখ টাকা , সিবিএসই-র ফি জোগাড় হল ১০০ দুঃস্থ পড়ুয়ার
তৃতীয় শ্রেণির ছাত্র অধিরাজ প্রথম তার মা ও এক শিক্ষিকার কাছে শোনে স্কুলের অনেক বাচ্চাই পরীক্ষার ফি জমা করতে পারে না। ফলে অনিশ্চিত হয়ে পড়ে তাদের পড়াশোনা।
নয়াদিল্লি: পড়াশুনা করার ইচ্ছে বড্ড। কিন্তু নেই বোর্ড পরীক্ষার ফি জমা দেওয়ার সামর্থ্য। তাই হয়ত মাঝপথেই ছেড়ে দিতে হচ্ছে পড়াশুনা। এমন পড়ুয়ার সংখ্যা এদেশে কম নয়। এই ধরনের ছাত্রছাত্রীদের কথা ভেবেই এগিয়ে এল দিল্লির এক পরিবার। নেপথ্যে তাদের ৮ বছরের ছেলে। সেই প্রথম নিজের পিগি ব্যাঙ্ক ভেঙে সাড়ে ১২ হাজার টাকা বার করে তুলে দেয় ৫ পড়ুয়ার হাতে। জোগাড় হয়ে যায় তাদের পরীক্ষার ফি।
পরিবার সূত্রে খবর, তৃতীয় শ্রেণির ছাত্র অধিরাজ প্রথম তার মা ও এক শিক্ষিকার কাছে শোনে স্কুলের অনেক বাচ্চাই পরীক্ষার ফি জমা করতে পারে না। ফলে অনিশ্চিত হয়ে পড়ে তাদের পড়াশোনা।
এই কথা শুনেই নিজের জমানো টাকা বের করে ৫ পড়ুয়ার হাতে তুলে দেয় অধিরাজ। এরপর পরিবারের সাহায্যে শুরু করে দুঃস্থ পড়ুয়াদের জন্য টাকা জোগাড় করা। ধীরে ধীরে তাঁরা জমিয়ে ফেলেছেন প্রায় ২ লাখ টাকা। তা দিয়ে অন্তত ১০০ টি পড়ুয়ার সাহায্য হবে।
'আমি শুনেছিলাম মা ফোনে কথা বলছিলেন। খুব চিন্তিত দেখাচ্ছিল মা-কে। মা-ই আমায় জানান কিছু পড়ুয়া সিবিএসই পরীক্ষার ফি দিতে পারছে না। আমি ভারলাম আমার জমানো টাকাটা কি ওদের কাজে আসতে পারে না? তারপর দেখলাম শুধু ৫ জন নয়, এই সংখ্যাটা অনেক। আমি সকলকে এই বিষয়ে জানালাম। সাহায্যে এগিয়ে এলেন পরিচিত ও আমার সহপাঠীর মায়েরা।", বলল ছোট্ট অধিরাজ। ছেলের এই উদ্যেগে খুশি অভিভাবকরা। জানালেন, ছেলের উৎসাহেই তাঁরা এই উদ্যোগ নেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement