Indian Education System: ২০২৪-’২৫ শিক্ষাবর্ষে দেশের ৮০০০ স্কুলে ভর্তি হয়নি কোনও পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হয়েছে ২০০০০: কেন্দ্র
Admission in Schools: পড়ুয়া ভর্তি না হলেও, দেশের ওই ৮০০০ স্কুলে ২০২৪-’২৫ শিক্ষাবর্ষে ২০ হাজার ৮১৭ শিক্ষক ও শিক্ষিকা নিযুক্ত হন।

নয়াদিল্লি: ২০২৪-’২৫ শিক্ষাবর্ষে দেশের প্রায় ৮০০০ স্কুলে কোনও পড়ুয়া ভর্তি হয়নি। তালিকায় একেবারে শীর্ষে রয়ছে পশ্চিমবঙ্গ। অর্থাৎ কোনও পড়ুয়া ভর্তি না হওয়া স্কুলের সংখ্যা সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই। ২০২৪-’২৫ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের ৩ হাজার ৮১২টি স্কুলে কোনও পড়ুয়া ভর্তি হয়নি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তেলঙ্গানা। (Admission in Schools)
পড়ুয়া ভর্তি না হলেও, দেশের ওই ৮০০০ স্কুলে ২০২৪-’২৫ শিক্ষাবর্ষে ২০ হাজার ৮১৭ শিক্ষক ও শিক্ষিকা নিযুক্ত হন। অদ্ভুত ভাবে এর মধ্যে পশ্চিমবঙ্গেই ১৭ হাজার ৯৬৫ শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পরিসংখ্যান এমনই তথ্য তুলে ধরছে। (Indian Education System)
তবে ২০২৩-’২৪ শিক্ষাবর্ষের তুলনায়, পরিস্থিতির উন্নতি ঘটেছে বলে দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের। ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে ১২ হাজার ৯৫৪টি স্কুলে কোনও পড়ুয়া ভর্তি হয়নি। অর্থাৎ ২০২৪-’২৫ শিক্ষাবর্ষের সঙ্গে ব্যবধান ৫০০০। হরিয়ানা, মহারাষ্ট্র, গোয়া, অসম, হিমাচলপ্রদেশ, ছত্তীসগঢ়, নাগাল্যন্ড, সিকিম এবং ত্রিপুরা এই তালিকায় অনুপস্থিত। অর্থাৎ সেখানকার কোনও স্কুলে পড়ুয়া ভর্তি হয়নি বলে খবর নেই।কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচ্চেরী, লক্ষদ্বীপ, দাদরা ও নগর হাভেলী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দমন ও দিউ, চণ্ডীগঢ়ও তালিকার বাইরেই রয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে এক আধিকারিক বলেন, “স্কুলশিক্ষা রাজ্যের এক্তিয়ারে পড়ে। স্কুলে পড়ুয়া ভর্তি না হওয়ার বিষয়টি দেখতে অনুরোধ করা হয়েছে রাজ্যগুলিকে। কোনও কোনও রাজ্যে একাধিক স্কুলকে মার্জ করিয়ে দেওয়া হয়েছে, যাতে পরিকাঠামো থেকে কর্মী, সম্পদের সঠিক ব্যবহার হয়।”
পশ্চিমবঙ্গের পর তেলঙ্গানার সর্বাধিক স্কুলেই কোনও পড়ুয়া ভর্তি হয়নি। ২০২৪-’২৫ শিক্ষাবর্ষে সেখানকার ২ হাজার ২৪৫টি স্কুলে ভর্তি হয়নি কোনও পড়ুয়া। মধ্যপ্রদেশের ৪৬৩টি স্কুলে কোনও পড়ুয়া ভর্তি হয়নি। ওই একই শিক্ষাবর্ষে ১ হাজার ১৬ শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হয় তেলঙ্গানায়। মধ্যপ্রদেশে নিযুক্তি পান ২২৩ শিক্ষক-শিক্ষিকা।
উত্তরপ্রদেশের ৮১টি স্কুলে ওই শিক্ষাবর্ষে কোনও পড়ুয়া ভর্তি হয়নি। যে সমস্ত স্কুলে পর পর তিন বছর পড়ুয়া ভর্তি হয়নি, সেগুলির স্বীকৃতি বাতিল হবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।
কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, দেশে ১ লক্ষ এমন স্কুল রয়েছে, যেখানে শিক্ষক বা শিক্ষিকার সংখ্যা মাত্র ১। ওই সব স্কুলে মোট পড়ুয়ার সংখ্যা ৩৩ লক্ষ। এমন স্কুলের সংখ্যা অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি। এর পর তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, কর্নাটক, লক্ষদ্বীপ।
যদিও উত্তরপ্রদেশের একজন শিক্ষক বা শিক্ষিকা বিশিষ্ট স্কুলগুলিতেই বেশি সংখ্যক পড়ুয়া ভর্তির হিসেব সামনে এসেছে। এর পর তালিকায় রয়েছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ। তবে এক শিক্ষিক ও শিক্ষিকা বিশিষ্ট স্কুলের সংখ্যাও কমেছে। ২০২২-’২৩ শিক্ষাবর্ষে এমন স্কুলের সংখ্যা ছিল ১ লক্ষ ১৮ হাজার ১৯০। ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে তা কমে হয়েছে ১ লক্ষ ১০ হাজার ৯৭১। প্রায় ৬ শতাংশের ফারাক।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















