হায়দরাবাদে প্রবল বৃষ্টির মধ্যে বাড়ির ওপর ভেঙে পড়া বোল্ডারের চাপে মৃত শিশু সহ ৯, আহত আরও ৩
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে তেলঙ্গানা জুড়ে প্রবল বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর
হায়দরাবাদ: প্রবল বৃষ্টিতে হায়দরাবাদের বান্দালাগুড়া এলাকায় বাড়ির ওপর বোল্ডার এসে পড়লে তার নীচে চাপা পড়ে এক শিশু সহ ৯ জনের মৃত্যু। গুরুতর আহত আরও তিন।
গতকাল থেকেই হায়দরাবাদে প্রবল বৃষ্টি শুরু হয়। বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। দেখা দেয় যানজট। এরই মধ্যে বান্দালাগুড়ায় একটি পুরনো বাড়ির ওপর বোল্ডার ভেঙে পড়লে তা গুঁড়িয়ে যায়।
পরে ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হয় এক শিশু সহ ৯ জনের মৃতদেহ। হায়দরাবাদ প্রশাসন সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে লোকজনকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে যান হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন চন্দ্রায়ণগুট্টার বিধায়ক আকবরউদ্দিন ওয়েইসি।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে তেলঙ্গানা জুড়ে প্রবল বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির জেরে আজ ও কাল স্থগিত রাখা হয়েছে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা।