এক্সপ্লোর
Advertisement
বয়স ৯২, বাঁ-দিক প্যারালাইজড, হারিয়ে দিলেন করোনাকে
হাসপাতালের সিইও ডা. বিজয় নটরাজন জানিয়েছেন, ৯২ বছরের ওই মহিলা করোনা জয়ী। স্ট্রোক হয়ে তাঁর বাঁদিক প্যারালাইজ হয়ে গিয়েছে। এই ঘটনাই প্রমাণ করে, বয়স্ক মানুষের করোনা হওয়া মানেই মৃত্যু নয়।
পুণে: করোনা-আতঙ্ক যতই ছড়িয়েছে, ততই বয়স্ক মানুষদের সাবধানে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। প্রধানমন্ত্রীও তাঁর ভাষণে বারবার বলেছেন, বয়স্ক মানুষদের বাড়ি থেকে বেরতে দেবেন না। করোনা আক্রান্তদের তালিকাও দেখিয়েছে, এই অসুখে প্রৌঢ় ও বৃদ্ধদের ঝুঁকি বেশি। বিশেষত অন্য কোনও অসুখ থাকলে, করোনার ধকল সামলে ঘুরে দাঁড়ানো কঠিন হয়।
কিন্তু সবকিছুরই ব্যতিক্রম হয়। ঠিক তেমনটাই ঘটল ৯২ বছরের পুণে-নিবাসী এক মহিলার। ৭ মাস আগে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে বাঁদিক অসাড় হয়ে যায় এই মহিলার। হুইলচেয়ারেই কাটে দিন। তিনি ও তাঁর পরিবারের ৪ জন করোনা আক্রান্ত হন। ভর্তি হন পুণের সিমবায়োসিস হাসপাতালে। নিয়ম মেনে চিকিৎসা ও ১৪ দিন কোয়ারেন্টিন থাকার পর তিনি এখন করোনা-মুক্ত।
হাসপাতালের সিইও ডা. বিজয় নটরাজন জানিয়েছেন, ৯২ বছরের ওই মহিলা করোনা জয়ী। স্ট্রোক হয়ে তাঁর বাঁদিক প্যারালাইজ হয়ে গিয়েছে। এই ঘটনাই প্রমাণ করে, বয়স্ক মানুষের করোনা হওয়া মানেই মৃত্যু নয়।
করোনার ভয়াবহ ছবির মাঝে ৯২ বছরের এই মহিলার করোনা-জয় অনেকের মনে আশা জুগিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement