গয়না কোম্পানির সঙ্গে ২.২ কোটি টাকার প্রতারণা, পুলিশের জালে ‘বান্টি-বাবলি’
জানা গিয়েছে যে, তারা অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করত। অডি এ৬, অডি এ৩, বিএমডব্লু ৫ সিরিজের মতো গাড়ির মালিক তারা। বিভিন্ন অভিজাত হোটেলেই তারা থাকত। দিল্লি পুলিশ এ কথা জানিয়েছে।
নয়াদিল্লি: রিল লাইফের নয়, এ যেন রিয়েল লাইফের বান্টি আউর বাবলি। চোখ ধাঁধানো অভিজাত জীবনযাপন। বাহ্যিক চাকচিক্যে সবার নজর ফাঁকি দিত সিদ্ধহস্ত এই জুটি। দিল্লির একটি গহনা কোম্পানিকে ২.২ কোটি টাকা প্রতারণা করে পুলিশের জালে ধরা পড়ল ওই জুটি। তাদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশেরও চোখ কপালে উঠেছে। জানা গিয়েছে যে, তারা অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করত। অডি এ৬, অডি এ৩, বিএমডব্লু ৫ সিরিজের মতো গাড়ির মালিক তারা। বিভিন্ন অভিজাত হোটেলেই তারা থাকত। দিল্লি পুলিশ এ কথা জানিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, বান্টি আউর বাবলি সিনেমার ধাঁচেই তারা প্রতারণার ফাঁদ পাতত। পুলিশ জানিয়েছে, ধৃত দম্পতি জুয়া খেলার সঙ্গে জড়িত ছিল। আর এই জুয়ার চক্করে সমস্ত টাকাপয়সা খেসারত দিতে হয়েছে তাদের।
পুলিশের জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে যে, ভুয়ো কল সেন্টার চালানোর জন্য এর আগে তাদের তেলঙ্গানা পুলিশ গ্রেফতার করেছিল।