করোনা 'পজিটিভ' আরও ১৪ ইতালীয় পর্যটক সহ ১৫ জনের, ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭, সতর্কতা জারি
আগরার একটি পরিবারের ৬ জনের দেহে এই ভাইরাসের প্রমাণ মিলেছে
জয়পুর: আরও বড় করোনা-ছায়ার গ্রাসে ভারত। বুধবার নতুন করে ১৪ ইতালীয় পর্যটকের শরীরে করোনাভাইরাসের প্রমাণ মিলল। একইসঙ্গে এই গ্রুপের সঙ্গে থাকা এক ভারতীয়ও এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া, আগরার একটি পরিবারের ৬ জনের দেহে এই ভাইরাসের প্রমাণ মিলেছে। এর আগে, কেরলের ৩ জন সহ ৬ জনের করোনায় আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছিল। সব মিলিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭।
সব মিলিয়ে দেশের করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১। এঁদের সকলকে রাখা হয়েছে দিল্লির আইটিবিপির কোয়ারান্টাইন সেন্টারে। সমস্ত রকম প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও পরীক্ষা-নীরিক্ষা চালনো হচ্ছে। ওই পর্যটক দলে ২১ জন ছিলেন। এঁদের মধ্যে ১৫ জনের দেহে করোনার প্রমাণ মিলেছে।
সংবাদসংস্থা সূত্রে খবর, এই পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে রাজস্থান প্রশাসন। ঝুনঝুনু, বিকানের, জয়সলমের, যোধপুর, উদয়পুর ও জয়পুরের জেলা কালেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে, সবরকম ব্যবস্থা নিতে। বিশেষ করে, যে হোটেলে ওই পর্যটক দল ছিল, তা খালি করে স্যানিটাইজ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, তাঁর রাজ্যেও একজন আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ। বলেন, ওই ব্যক্তি বিলাসপুর থেকে এসেছেন। যদিও, তিনি আশ্বাস দিয়েছেন, এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছতে চান না। তবে পরিস্থিতির ওপর নজর রাখছেন।
এদিন দিল্লির হাসপাতালগুলির সুপারদের সঙ্গে জরুরি বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সাংবাদিকদের জানান, দিল্লির সব হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে, উন্নতমানের আইসোলেশন ওয়ার্ড তৈরি রাখতে। পাশাপাশি, বিদেশ থেকে আসা সকল ব্যক্তিদের স্ক্রিনিং প্রক্রিয়া বাধ্যতামূলক করা হচ্ছে।