কেরলে সংক্রমণ একই পরিবারের ৫ জনের, দেশে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৯
ওই পরিবারের সদস্যরা সম্প্রতি ইতালিতে গিয়েছিলেন

তিরুঅনন্তরপুরম ও নয়াদিল্লি: ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯। কেরলের পতনমতিত্ত জেলায় এক পরিবারের পাঁচ সদস্যের দেহে ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। জানা গিয়েছে, ওই পরিবারের সদস্যরা সম্প্রতি ইতালিতে গিয়েছিলেন।
Kerala Health Minister KK Shailaja: 5 new positive cases of #Coronavirus have been admitted in the isolation wards here. Three people recently returned from Italy due to which two more got the disease here in Pathanamthitta district. (File pic) pic.twitter.com/3v0uO4UkjP
— ANI (@ANI) March 8, 2020
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শেলজা দাবি, ওই পরিবার তাঁদের ইতালি-যাত্রার কথা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায়নি। যার জেরে ওই পরিবারকে স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্যে রাখা হয়নি। তিনি আরও জানান, ওই পরিবার, প্রথমে হাসপাতালে ভর্তি হতেও অস্বীকার করে। পরে, তাঁদের বোঝানোর পর, সকলে হাসপাতালে ভর্তি হোন। এর আগে, শনিবার লাদাখের ২ জন ও কেরলের আরেকজনের শরীরে ধরা পড়ে করোনা সংক্রমণ। লাদাখের ২ ব্যক্তি সম্প্রতি ইরানে গিয়েছিলেন এবং কেরলের ব্যক্তি কিছুদিন আগে ওমান থেকে ফেরেন। জানা গিয়েছে, তিনজনই সুস্থ রয়েছেন।






















