এক্সপ্লোর
লকডাউনে চিকিৎসা না পেয়ে ক্যান্সার আক্রান্ত ২ বছরের শিশুর মৃত্যু, অভিযোগ পরিবারের
এখনও মেলেনি আরজি কর, মেডিক্যাল কলেজের প্রতিক্রিয়া।

কলকাতা: লকডাউনে চিকিৎসা না পেয়ে শিশুমৃত্যুর অভিযোগ। বামনগাছিতে ক্যান্সার আক্রান্ত ২ বছরের শিশুর মৃত্যু। একাধিক সরকারি হাসপাতাল থেকে ফেরানোর অভিযোগ পরিবারের। শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছিল বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু পরিকাঠামোর অভাবের কথা বলে চিকিৎসা না করে শিশুটিকে ফিরিয়ে দেয় সেই হাসপাতাল। এরপর মেডিক্যাল কলেজ, আরজি কর থেকেও ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। একের পর এক হাসপাতাল ফিরিয়ে দেওয়ার পরে চিকিৎসা না পেয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলেই দাবি পরিবারের। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মেডিক্যাল কলেজ এখন কোভিড হাসপাতাল। তাই কিছু করা যায় নি, খোঁজ নিয়ে দেখছি।’ এখনও মেলেনি আরজি কর, মেডিক্যাল কলেজের প্রতিক্রিয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















