এক্সপ্লোর
Advertisement
ছেলে জুনেদকে সিনেমায় নামাতে চান আমির, তবে আগে পাশ করতে হবে স্ক্রিন টেস্ট
নয়াদিল্লি: বলিউডে স্বজনপোষণ বিতর্ক নিয়ে হইচই থামার আগেই আমির খান জানিয়ে দিলেন, বড় ছেলে জুনেদকে সিনেমায় নামাতে চান তিনি। তবে তাঁর শর্ত রয়েছে। তা হল, বাবার নাম করে নয়, জুনেদকে স্ক্রিন টেস্টে উতরেই বলিউডে আসতে হবে।
আমির জানিয়েছেন, ছেলেকে বড় পর্দায় আনার জন্য ভাল গল্পের খোঁজ করছেন তিনি। আরও বলেছেন, জুনেদের বয়স এখন ২৬, ছবি নিয়ে তাঁর পছন্দ আমিরের মতই। ছেলের অভিনয় তাঁর ভাল লেগেছে। কিন্তু কোনও ছবিতে সই করার আগে তাঁকে প্রমাণ করতে হবে, তিনি সত্যিই ওই কাজ করার যোগ্য। এ জন্য তাঁকে স্ক্রিন টেস্ট দিতে হবে। যদি পাশ করেন, তাহলে ছবি করবেন, আর ব্যর্থ হলে ওই ছবিতে নেওয়া যাবে না তাঁকে।
আমির আরও জানিয়েছেন, জুনেদ ২ বছর অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন, কিছু নাটকে কাজ করেছেন তিনি। পাশাপাশি লস অ্যাঞ্জেলসে আমেরিকান অ্যাকাডেমি অফ ড্রামাটিক আর্টসেও এক বছর থিয়েটার করেছেন। তাঁর ইচ্ছে, ছেলে মুখ্য ভূমিকায় অভিনয় করুন, হিরো না হলেও চলবে। চরিত্র হওয়া চাই, নায়ক না হলেও অসুবিধে নেই। তিনি বরাবর এতেই বিশ্বাস করে এসেছেন।
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আরও বলেছেন, যখনই তাঁর নতুন কোনও ছবি আসে, দারুণ আনন্দ হয় তাঁর। অনুরাগীরা তাঁকে নিজের নামের বদলে সেই চরিত্রের নামে ডাকাডাকি করেন। তাতে তিনি বুঝতে পারেন, ওই চরিত্রে তাঁর অভিনয় কতটা উতরেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement