PSBB Sexual Abuse Case: স্কুলে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দাবি কমল হাসানের
Kamal Haasan: তামিলনাড়ু সরকারকে চিঠি কমল হাসানের।
চেন্নাই: স্কুলে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করুক তামিলনাড়ু সরকার। চিঠি লিখে এই দাবি জানালেন অভিনেতা এমএনএম পার্টির সভাপতি কমল হাসান। সম্প্রতি চেন্নাইয়ের একটি স্কুলে এক ছাত্রীর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ প্রকাশ্যে আসার পরিপ্রেক্ষিতে মেয়েদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন কমল। তাঁর ট্যুইট, ‘এই ঘটনা সামনে আসার পর আরও কয়েকটি স্কুল থেকে একই অভিযোগ আসতে শুরু করেছে। রাজ্য সরকারের যুদ্ধকালীন তৎপরতায় এই অভিযোগগুলির তদন্ত করা উচিত। এর জন্য একটি তদন্তকারী দল গঠন করতে হবে।’
স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ অত্যন্ত গুরুতর বলেই মনে করেন কমল। তিনি অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি আরও বলেছেন, প্রথম যখন এই অভিযোগ জানানো হয়, তখন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপর থেকে মানুষের ভরসা উঠে যাচ্ছে। স্কুলে যাতে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত থাকে, সেই ব্যবস্থা করতে হবে।
কমল আরও বলেছেন, মেয়েদের বাবা-মাকেও সচেতন থাকতে হবে। এখন করোনা সংক্রমণের জেরে অনলাইন ক্লাস চলছে। সেদিকে নজর রাখতে হবে অভিভাবকদের। বাচ্চারা যৌন হেনস্থা বা নির্যাতনের কথা বললে মন দিয়ে সে কথা শুনতে হবে। ছোটদের কথায় গুরুত্ব না দেওয়া একেবারেই ঠিক নয়।
চেন্নাইয়ের এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। জাতপাতের প্রসঙ্গও চলে এসেছে। এর তীব্র নিন্দা করেছেন কমল। তিনি বলেছেন, ‘রাজনৈতিক স্বার্থে এই ঘটনাটিতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে। আমরা যদি অপরাধ এবং অপরাধের মূলে থাকা ব্যক্তির উপর নজর না দিই, তাহলে যারা অপরাধ করেছে, তাদের সুবিধা হয়ে যাবে। অপরাধী যে জাতেরই লোক হোক না কেন, তাকে শাস্তি দিতে হবে। সচেতন ও তথ্যসমৃদ্ধ সমাজের অঙ্গ হিসেবে আমাদের এটা নিশ্চিত করতে হবে, অপরাধের বিচার যেন হয়।’