Afghanistan-All Party Meet: তালিবান নিয়ে ধীরে চলো নীতি ভারতের, সর্বদল বৈঠকে জানাল কেন্দ্র
All party meet on Afghanistan situation. | আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধারে পদক্ষেপের ব্যাখ্যা করল বিদেশমন্ত্রক।
নয়াদিল্লি: আফগানিস্তান ইস্যুতে কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে বিরোধীরা। ‘আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধারে কী পদক্ষেপ সরকারের?’ কেন্দ্রের কাছে জানতে চাইল বিরোধীরা। ভারতীয়দের উদ্ধারে পদক্ষেপের ব্যাখ্যা করল বিদেশমন্ত্রক।
‘তালিবান নিয়ে কী ভাবছে কেন্দ্রীয় সরকার?’ বিদেশমন্ত্রকের কাছে জানতে চাইল বিরোধীপক্ষ। ‘তালিবান ইস্যুতেও অন্যান্য দেশের মতই ধীরে চলো নীতি নিচ্ছে ভারত।’ বিরোধীদের জানানো হল বিদেশমন্ত্রকের তরফে, খবর সূত্রের।
৩১টি রাজনৈতিক দলের ৩৭ জন প্রতিনিধিকে নিয়ে সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা সর্বদল বৈঠকের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘আমরা রাজনৈতিক দল ও সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের যে বার্তা দিতে চাই তা হল, আমাদের সবারই মতামত এক। আফগানিস্তানের বিষয়ে আমাদের শক্তিশালী জাতীয় অবস্থান আছে। আফগানিস্তানের মানুষের সঙ্গে আমাদের বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় ঐক্যের ভিত্তিতেই আমরা এই পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ করছি।’
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশমন্ত্রী আরও বলেন, ‘আফগানিস্তানে আটকে পড়া লোকজনকে উদ্ধার করাই আমাদের লক্ষ্য। মানুষজনকে উদ্ধার করার জন্য সরকার সবরকম চেষ্টা করছে। অপারেশন ‘দেবী শক্তি’-র মাধ্যমে মানুষকে উদ্ধার করার জন্য ৬টি বিমান পাঠিয়েছে সরকার। আফগানিস্তান থেকে বেশিরভাগ ভারতীয়কেই দেশে ফেরানো হয়েছে। তবে গতকাল কিছু মানুষ বিমানে উঠতে পারেননি। সেই কারণে তাঁদের এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা অবশ্যই আফগানিস্তান থেকে সব ভারতীয়কে উদ্ধার করে আনার চেষ্টা করব। আমরা আফগানিস্তানের কিছু নাগরিককেও উদ্ধার করে নিয়ে এসেছি।’
বিদেশমন্ত্রী আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব আফগানিস্তান থেকে সব ভারতীয়কে উদ্ধার করে আনার বিষয়ে দায়বদ্ধ কেন্দ্রীয় সরকার। আফগানিস্তানের বিষয়ে আন্তর্জাতিক মহলে কোনও ঘোষণা করা হচ্ছে কি না, সেখানে কোনও জমায়েত হচ্ছে কি না, সেদিকেও নজর রেখেছে সরকার।’
১৫ অগাস্ট তালিবান কাবুলের দখল নেওয়ার পর ১৭ অগাস্ট থেকে উদ্ধারকার্য শুরু করেছে ভারত। পশ্চিমবঙ্গের বেশ কয়েকজনকেও কাবুল থেকে ফিরিয়ে আনা হয়েছে। তবে এখনও কিছু ভারতীয় আফগানিস্তানে রয়ে গিয়েছেন। তাঁদেরও উদ্ধার করে আনা হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী।