Corona Third Wave in India:অতীত থেকে শিক্ষা নিতে হবে,করোনার তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটির মধ্যে সতর্কবার্তা গুলেরিয়ার
গুলেরিয়া বলেছেন, আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির ওপর গুরুত্ব দিয়ে এমসের ডিরেক্টর বলেছেন, সময়ের সঙ্গে তাল রেখে জনস্বাস্থ্য পরিকাঠামোর বদল ঘটাতে হবে।
নয়াদিল্লি: করোনাভাইরাসের সম্ভাব্য তৃতীয় দফার ঢেউয়ের আশঙ্কা কপালে উদ্বেগের ভাঁজ ফেলেছে। এর আগে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর ডিরেক্টর চিকিৎসক রণদীপ গুলেরিয়া বলেছেন, দেশের স্বাস্থ্য পরিকাঠামো জোরাল করতে হবে। তিনি বলেছেন, আমরা এখন করোনার তৃতীয় ঢেউ ও ডেল্টা প্লাসের মতো ভ্যারিয়েন্টের মোকাবিলার জন্য প্রস্তুত হচ্ছি। এই পরিস্থিতিতে দেখা দরকার, আমরা কী করতে পারি। আমাদেরকে সামনের দিকে তাকিয়ে দেখতে হবে এবং কীভাবে জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করে তোলা যায়, তা দেখতে হবে।
গুলেরিয়া বলেছেন, আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির ওপর গুরুত্ব দিয়ে এমসের ডিরেক্টর বলেছেন, সময়ের সঙ্গে তাল রেখে জনস্বাস্থ্য পরিকাঠামোর বদল ঘটাতে হবে। তিনি বলেছেন, এরমধ্যে আয়ুষ্মান ভারত-পিএমজেএওয়াইের মতো পদক্ষেপ রয়েছে, যা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বড়সড় ফারাক গড়ে দিয়েছে। ভারতের জনস্বাস্থ্য নীতি প্রাথমিক স্বাস্থ্যের পর্যায় পর্যন্ত জনগোষ্ঠীকে উন্নত মানের পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এর মূল লক্ষ্য হল, গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষদের স্বাস্থ্য পরিষেবার সুযোগ পৌঁছে দেওয়া।
করোনা সংক্রান্ত বিধি সঠিকভাবে মেনে চলা না হলে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন গুলেরিয়া। এরইমধ্যে কেন্দ্রের কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপের প্রধান এনকে অরোরা বলেছেন, করোনার তৃতীয় ঢেউ ডিসেম্বর পর্যন্ত বিলম্বিত হতে পারে। এই কেন্দ্রীয় প্যানেলের চেয়ারম্যান বলেছেন, আইসিএমআরের একটি সমীক্ষা সামনে এসেছে। এতে বলা হয়েছে যে, দেশে করোনার দ্বিতীয় ঢেউ আসতে দেরি হবে। আমাদের হাতে দেশের সবাইকে টিকাদানের জন্য ৬ থেকে ৮ মাস সময় থাকছে।
গুলেয়িরা বলেছেন, আমরা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে পর্যবেক্ষণ চালাচ্ছি। কিন্তু এই মুহুর্তে ডেল্টা ভ্যারিয়েন্ট ভারতে প্রধান ভ্যারিয়েন্ট নয়।
আইসিএমআরের প্রাক্তন প্রধান চিকিৎসক রামন গঙ্গাখাণ্ডেকর বলেছেন যে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট খুবই সংক্রামক। তবে এই ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। ডেল্টা প্লাসের অতি সংক্রামক চরিত্রের উল্লেখ করে গঙ্গাখাণ্ডেকর বলেছেন, এই ভাইরাসের ক্ষেত্রে ভ্যাকসিনও খুব একটা কার্যকরী নয়। একইসঙ্গে তিনি বলেছেন, গবেষণায় দেখা গেছে এমআরএনএ ভ্যাকসিনএই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে খুবই কার্যকরী।