এক্সপ্লোর
Advertisement
লকডাউনে একগুচ্ছ সুবিধে এয়ারটেল-ভোডাফোন-জিও-বিএসএল গ্রাহকদের
লকডাউন চলাকালীন যোগাযোগ যেন বিচ্ছিন্ন না হয়! তাই গ্রাহকদের একগুচ্ছ সুবিধে দিচ্ছে এয়ারটেল-ভোডাফোন-জিও-বিএসএল।
নয়াদিল্লি: দেশজুড়ে চলছে লকডাউন। সকল বাড়ি থেকেই করছেন কাজ। মুখোমুখি দেখা হচ্ছে না, তাই সবরকম যোগাযোগের মাধ্যম ফোন। সেই কথা মাথায় রেখেই প্রায় প্রতিটি টেলিকম কোম্পানিই তাদের গ্রাহকদের বেশকিছু সুবিধে দিচ্ছে এই সময়।
এয়ারটেল
১৭ এপ্রিল পর্যন্ত এয়ারটেলে সবরকম ইনকামিং কল ফ্রি। তাছাড়া এই সময়ের মধ্যে কোনও গ্রাহকের ভ্যালিডিটি শেষ হয়ে গেলেও তার পরিষেবা ১৭ এপ্রিল অবধি ব্যাহত হবে না। এছাড়াও মাত্র ১০ টাকায় রিচার্জ করাতে পারবেন ফোন। এয়ারটেল গ্রাহকদের জন্য এনেছে আইসিআইসিআই ও এইচডিএফসি এটিএম থেকে রিচার্জ করার সুবিধা।
রিলায়েন্স জিও
জিও-ও এই সময় ইউজার্স-ভ্যালিডিটি ১৭ এপ্রিল অবধি বাড়াল। অর্থাৎ যেসব গ্রাহকদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই লকডাউন পিরিয়ডের মধ্যেই, তাদের মেয়াদও ১৭ এপ্রিল অবধি বাড়ানো হল। এছাড়াও ১০০ মিনিট ফ্রি কল ও ১০০ টি ফ্রি এসএমএস-এর সুবিধাও পাচ্ছেন জিও গ্রাহকেরা। এটিএম থেকেও রিচার্জ করাতে পারবেন জিও সিম।
ভোডাফোন-আইডিয়া
অন্যান্য পরিষেবা প্রদানকারীদের মতোই ভোডাফোনও গ্রাহকদের ভ্যালিডিটি ১৭ এপ্রিল অবধি বাড়িয়ে দিল। এটিএম থেকে রিচার্জ করার সুযোগ মিলবে ভোডাফোন গ্রাহকদেরও। এর মধ্যে টকটাইম ফুরিয়ে গেলে আরও ১০ টাকার আউটগোয়িং কল করার সুবিধা দেবে ভোডাফোন।
বিএসএনএস
এরাও গ্রাহকদের নম্বরের মেয়াদ শেষ হয়ে গেলে এই মাসের ২০ তারিখ অবধি পরিষেবা অক্ষুণ্ণ রাখার কথা জানাল। তাছাড়া বিএসএনএল গ্রাহকরা পাচ্ছেন ১০ টাকার অতিরিক্ত টকটাইম। রিচার্জ শেষে হয়ে গেলেও ১০ টাকার অতিরিক্ত আউটগোয়িং কল করার সুবিধাও মিলবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement