এক্সপ্লোর
Advertisement
বিয়ের রিসেপশনে বাজপেয়ীর শুভেচ্ছার ছবি ট্যুইট করে শ্রদ্ধা অখিলেশের
লখনউ: নানা স্তরের মানুষজন শেষ শ্রদ্ধা জানাচ্ছেন প্রয়াত অটলবিহারী বাজপেয়ীকে। মুলায়ম সিংহ যাদবের ছেলে তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে তাঁকে স্মরণ করলেন অভিনব কায়দায়। ১৮ বছর আগে তাঁর বিয়ের আসরে প্রয়াত বাজপেয়ীর আশীর্বাদের ছবি ট্যুইট করলেন তিনি। পাশাপাশি দিল্লি গিয়েও তাঁকে শেষ সম্মান জানিয়েছেন তিনি।
২০০০ সালে লখনউয়ে বিয়ে হয় অখিলেশের। পাত্রী ডিম্পল যাদব। দিল্লিতে অনুষ্ঠিত রিসেপশনে আমন্ত্রিত ছিলেন বাজপেয়ী। তিনি সে সময় দেশের প্রধানমন্ত্রী। অখিলেশ তখন কনৌজের সাংসদ। নবদম্পতিকে হাসিমুখে শুভেচ্ছা জানান বাজপেয়ী। প্রবীণ বাজপেয়ীর মধুর সান্নিধ্যের স্মৃতিচারণা করে অখিলেশ ছবিটি ট্যুইট করে লিখেছেন, অটলজীর জীবনাবসানে ভারতীয় রাজনীতি ও সাহিত্য জগতের এক সজীব কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। আমার শ্রদ্ধা জানাই।
स्व. अटल जी ने राजनीति को दलगत राजनीति से ऊपर उठाया, सदैव अपने दल के सिद्धांतों व अपने दर्शन पर अडिग रहना सिखाया, जब भी राजनीति भटकी उसको सही मार्ग दिखाया, विदेशों से मित्रता का पाठ पढ़ाया. अटल जी का जाना भारतीय राजनीति एवं साहित्यिक जगत के मुखरित स्वर का मौन हो जाना है. मौन नमन! pic.twitter.com/1w4EOgr9qG
— Akhilesh Yadav (@yadavakhilesh) August 17, 2018
দুজনে ক্ষমতায় বা বিরোধী শিবিরে, য়খন যেখানেই ছিলেন, চিরকাল দারুণ ছিল মুলায়ম সিংহ যাদব ও অটলবিহারী বাজপেয়ীর সম্পর্ক। গেস্ট হাউস কাণ্ডের সময় মায়াবতী যখন মুলায়ম সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেন, তখনও সুসম্পর্ক অক্ষু্ন্ন ছিল তাঁদের। এরপর বিজেপির সমর্থনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন মায়াবতী। কিন্তু মুলায়ম, বাজপেয়ী সখ্য বহাল ছিল। বাজপেয়ী জানতেন কী করে সম্পর্ক টিকিয়ে রাখতে হয়।
তবে প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক রক্ষার ব্যাপারে মুলায়মেরও প্রশংসা করে বলা হয়, তিনি নাকি সবসময় ছেলে অখিলেশকে পরামর্শ দিতেন, বাজপেয়ী, আডবাণীকে দেখে পারলে কিছু শিখে নিও। বিধানসভায় তিনি তো এও বলেছিলেন যে, ওই দুজন মিথ্যা বলতে পারেন না।
বাজপেয়ীর প্রয়াণে শোকের আবহাওয়ার মধ্যেই সমাজবাদী পার্টি ২০ আগস্ট নির্ধারিত আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। তারা রাজ্যব্যাপী মোদী ও যোগী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি নিয়েছিল। তবে অখিলেশের লিখিত নির্দেশ, যাবতীয় প্রস্তাবিত সভা, মিছিল বন্ধ রাখতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement