এক্সপ্লোর
‘জীবনের প্রতিটি পর্যায়ে তোমার পাশে’, প্রিয়ঙ্কাকে অভিনন্দন জানিয়ে ট্যুইট স্বামী রবার্ট বঢরার
নয়াদিল্লি: বিগত কয়েক বছরের যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে যোগ দিলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। কংগ্রেস পূর্ব উত্তরপ্রদেশের জন্য তাঁকে সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করেছে। এই উপলক্ষ্যে প্রিয়ঙ্কাকে সোশ্যাল মিডিয়া মারফত্ অভিনন্দন জানিয়েছেন তাঁর স্বামী রবার্ট বঢরা। ১৯৯৭-এ রবার্ট বঢরার সঙ্গে বিয়ে হয়েছিল প্রিয়ঙ্কার। তাঁদের রয়েছে দুই সন্তান। হরিয়ানা ও রাজস্থানে জমি সংক্রান্ত বিবাদে এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরের তদন্তের মুখে পড়েছেন রবার্ট বঢরা।
স্ত্রীকে অভিনন্দন জানিয়ে বঢরার ট্যুইট: 'অভিনন্দন পি..জীবনের প্রতিটি পর্যায়ে সর্বদা তোমার পাশে'।
রাজনীতিতে প্রিয়ঙ্কার আনুষ্ঠানিক যোগদানে তাঁর উচ্ছ্বাসের কথা জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি বলেছেন, কংগ্রেস এখন এক আদর্শগত সংগ্রামে নিয়োজিত এবং উত্তরপ্রদেশ বা দেশের অন্য কোনও রাজ্যে পিছিয়ে থাকবে না কংগ্রেস। রাহুল বলেছেন, প্রিয়ঙ্কা খুবই যোগ্য এবং তাঁর রাজনীতিতে যোগদানে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি। আমি প্রিয়ঙ্কা ও জ্যোতিরাদিত্যকে কংগ্রেসের আর্দশ প্রচারের দায়িত্ব দিয়েছি। উত্তরপ্রদেশের প্রাপ্য গুরুত্ব পাওয়া উচিত। একটা সময় ১৯৮০-র দশকের মাঝামাঝি পর্যন্ত উত্তরপ্রদেশ ছিল কংগ্রেসের দূর্গ। সেই উত্তরপ্রদেশের দলের দায়িত্ব ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রিয়ঙ্কা গ্রহণ করবেন। উত্তরপ্রদেশে কংগ্রেসের শক্তি এখন নিতান্তই নগন্য। এর পরিপ্রেক্ষিতে প্রিয়ঙ্কার নিযুক্তিকে কংগ্রেসের মাস্টারস্ট্রোক হিসেবেই দেখা হচ্ছে। প্রিয়ঙ্কার যোগদানে রাজ্যে দলের কর্মীদের মনোবল বাড়বে বলেই মনে করা হচ্ছে। গত ১২ জানুয়ারি ৪৭ বছরে পা দিয়েছেন প্রিয়ঙ্কা। হিন্দিবলয়ের এই গুরুত্বপূর্ণ রাজ্যে তিনি তাঁর দাদা তথা কংগ্রেস সভাপতি রাহুলকে সাহায্য করবেন।Congratulations P... always by your side in every phase of your life. Give it your best. 😊👍#PriyankaInPolitics pic.twitter.com/NAn9n7Wps4
— Robert Vadra (@irobertvadra) January 23, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement