এক্সপ্লোর
Advertisement
‘আমার ব্যাগে কি বোমা আছে?’ নিরাপত্তার নামে বাড়াবাড়ির অভিযোগে ক্ষোভপ্রকাশ করায় যাত্রীকে নামিয়ে দিল বেসরকারি বিমান সংস্থা
চেন্নাই: ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে। অনেক ক্ষেত্রেই নিরাপত্তার নামে বাড়াবাড়ি করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। চেন্নাই বিমানবন্দরে এমনই একটি ঘটনা ঘটেছে। একাধিকবার তল্লাশিতে বিরক্ত হয়ে অ্যালেক্স ম্যাথু নামে কেরলের বাসিন্দা ওই যাত্রী বলে বসেন, ‘আমার ব্যাগে কি বোমা আছে?’ এই কথা বলার জন্য তাঁকে বিমানে চড়তে দেওয়া হল না। ওই যাত্রীর ব্যাগ পরীক্ষা করে অবশ্য সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে। সিআইএসএফ জওয়ানরা প্রথমে যাত্রীদের তল্লাশি করার পর ওই বিমান সংস্থার কর্মীরা দ্বিতীয়বার ব্যাগ ও যাত্রীদের শরীর তল্লাশি শুরু করেন। তখনই ক্ষোভপ্রকাশ করেন ম্যাথু। এরপরেই ছুটে আসে কুইক রেসপন্স টিম, ডগ স্কোয়াড ও বম্ব ডিটেকশন টিম। ওই যাত্রীকে বিমানে উঠতে দেওয়া হয়নি। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement