এক্সপ্লোর
Advertisement
আমি কি আমন্ত্রিত? ভারতের প্রথম এনবিএ গেম নিয়ে ট্রাম্প যখন প্রশ্ন করলেন প্রধানমন্ত্রীকে
৪ ও ৫ অক্টোবর মুম্বইতে এনবিএ-র দুটি প্রি সেশন ম্যাচ খেলবে স্যাক্রামেন্টো কিংস ও ইন্ডিয়ানা পেসার্স।
হিউস্টন: হাউডি মোদী-তে নানা বিষয়ের পাশাপাশি উঠে এল আমেরিকা থেকে ভারতে রফতানি হতে চলা সাম্প্রতিকতম পণ্য এনবিএ বাস্কেটবলের কথা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, আমেরিকা নির্মিত বিশ্বের সব সেরা জিনিসপত্র ভারতীয়রা ব্যবহার করতে পারেন, যেমন সামনের সপ্তাহে হাজার হাজার মানুষ মুম্বইয়ে আসবেন ভারতে হতে চলা প্রথম এনবিএ বাস্কেটবল গেমের সাক্ষী হতে। তারপরেই তাঁর প্রশ্ন, আমি কি আমন্ত্রিত, শ্রী প্রধানমন্ত্রী? আমি কিন্তু আসতে পারি, মাথায় রাখুন, আমি আসতে পারি। হালকা মেজাজে ট্রাম্প বলেন।
৪ ও ৫ অক্টোবর মুম্বইতে এনবিএ-র দুটি প্রি সেশন ম্যাচ খেলবে স্যাক্রামেন্টো কিংস ও ইন্ডিয়ানা পেসার্স। এতে অংশ নিতে চলা ৭০টির বেশি রিলায়েন্স ফাউন্ডেশন জুনিয়র এনবিএ স্কুলের ৩০০০ ছাত্রছাত্রীকে এই দুটি বাস্কেটবল ম্যাচের সাক্ষী থাকার জন্য এনবিএ আমন্ত্রণ করেছে।
প্রযুক্তির জগতে স্বাক্ষর রাখার জন্য হিউস্টনে গতকালের অনুষ্ঠানে উপস্থিত ৫০,০০০-এর বেশি প্রবাসী ভারতীয়কে মার্কিন প্রেসিডেন্ট অভিনন্দন জানান। বলেন, এই প্রবাসী ভারতীয়রা যেভাবে প্রযুক্তিতে বিপ্লব এনে গোটা বিশ্বে পরিবর্তন আনছেন ও মানুষের জীবনযাত্রা আরও উন্নত করতে সাহায্য করছেন তা প্রশংসনীয়। প্রধানমন্ত্রী মোদী ২০২০-তে ট্রাম্পের পুনর্নিবাচিত হওয়ার পক্ষে জোরদার সওয়াল করেন, ঘুরিয়ে বলেন নিজেরই নির্বাচনী স্লোগান, আবকি বার, ট্রাম্প সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement