এক্সপ্লোর
Advertisement
দুর্গাপুজোয় জনসংযোগ বাড়াতে বঙ্গ বিজেপিকে নির্দেশ মোদির, তৃতীয়ায় কলকাতায় আসছেন অমিত শাহ, উদ্বোধন করবেন ৩-৪টি পুজোর, আমরা মানুষকে সঙ্গে নিয়ে হৃদয় দিয়ে পুজো করি, কটাক্ষ তৃণমূলের
বিজেপি সূত্রে খবর, দুর্গাপুজোকে হাতিয়ার করে বাংলায় জনসংযোগ বাড়াতে বঙ্গ ব্রিগেডকে নির্দেশ দিয়েছেন খোদ নরেন্দ্র মোদি। তাঁর নির্দেশ মেনেই নানা কর্মসূচি নিচ্ছে রাজ্য বিজেপি। তার মধ্যে অন্যতম, মহিলা মোর্চার বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি, বিজেপিতে যোগদানকারী শিল্পী সংগঠনের, শারদ সম্মান দেওয়ার পরিকল্পনা।
কলকাতা: দুর্গাপুজোর হাতেগোনা কয়েকদিন বাকি থাকতেই বাঙালির জাতীয় উত্সবের ময়দানে রাজনীতির ছোঁয়া। বাংলার বড় উৎসবের রাশ নিয়ে চড়ছে রাজনীতির পারদ। বঙ্গ বিজেপির তরফে জানানো হল, ১ অক্টোবর অর্থাৎ তৃতীয়ার দিন কলকাতার ৩-৪টি পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীর স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ।
বিজেপি সূত্রে খবর, দুর্গাপুজোকে হাতিয়ার করে বাংলায় জনসংযোগ বাড়াতে বঙ্গ ব্রিগেডকে নির্দেশ দিয়েছেন খোদ নরেন্দ্র মোদি। তাঁর নির্দেশ মেনেই নানা কর্মসূচি নিচ্ছে রাজ্য বিজেপি। তার মধ্যে অন্যতম, মহিলা মোর্চার বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি, বিজেপিতে যোগদানকারী শিল্পী সংগঠনের, শারদ সম্মান দেওয়ার পরিকল্পনা। এছাড়াও মহালয়ায় তর্পণ করতে রাজ্যে আসতে পারেন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। এরই মধ্যে বিজেপির তরফে জানানো হয়েছে, তৃতীয়ার দিন বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে কলকাতায় আসছেন অমিত শাহ। নেতাজি ইন্ডোর অথবা সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে সেই বৈঠকের আয়োজন করা হতে পারে। সেদিনই কলকাতার ৩-৪টি পুজোর উদ্বোধন করবেন তিনি। এ নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, পুজো কখনও দখল হয় না, হৃদয় দিয়ে করতে হবে। আমরা মানুষকে সঙ্গে নিয়ে হৃদয় দিয়ে করি, ওরা দখলের রাজনীতি করছে। অমিত এলে আসুন, অতিথি হিসেবে আসবেন, ডাবের জল খাওয়াব। কলকাতার দুর্গাপুজোয় একছত্র আধিপত্য তৃণমূলের। বিজেপি সেই পথেই হাঁটতে চাইছে বলে কটাক্ষ করেছে কংগ্রেস, সিপিএম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement