Andhra Pradesh: বিমানবন্দরে ঢুকতে বাধা, জলের লাইন কেটে দেওয়ার অভিযোগ তিরুপতির ডেপুটি মেয়রের বিরুদ্ধে
Tirupati airport: অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেস বিধায়ক বি করুণাকর রেড্ডির ছেলে অভিনয় রেড্ডি তিরুপতির ডেপুটি মেয়র। তাঁর বিরুদ্ধে বিমানবন্দরে ঢুকতে না পেরে জলের সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ।
তিরুপতি: অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেস বিধায়ক বি করুণাকর রেড্ডির ছেলে, তিরুপতির ডেপুটি মেয়র অভিনয় রেড্ডির বিরুদ্ধে তিরুপতি বিমানবন্দর ও কর্মীদের আবাসনের জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ। বিমানবন্দরের আধিকারিকদের সঙ্গে বচসার জেরেই তিরুপতির ডেপুটি মেয়র এই কাণ্ড ঘটান বলে অভিযোগ। তিরুপতি পুরসভা অবশ্য জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, পাইপলাইনে সমস্যার জেরেই জল যাচ্ছিল না।
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, কয়েকদিন আগে বিমানবন্দরে অন্ধ্রের মন্ত্রী বৎস সত্যনারায়ণকে স্বাগত জানাতে যান তিরুপতির ডেপুটি মেয়র। জাতীয় স্তরের কবাডি প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে তিরুপতি গিয়েছিলেন মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন তিরুমালা তিরুপতি দেবস্থানমের চেয়ারম্যান ওয়াই ভি সুব্বা রেড্ডি। সেই সময় বিমানবন্দরের আধিকারিকদের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন অভিনয় রেড্ডি। তাঁকে বিমানবন্দরে প্রবেশের অনুমতি দেননি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ম্যানেজার সুনীল। এরপরেই অভিনয় রেড্ডির নির্দেশে বিমানবন্দর ও কর্মীদের আবাসনের জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে অভিযোগ। বিমানবন্দরের কর্মীদের আবাসনের বাসিন্দাদের আরও অভিযোগ, নিকাশিরও সমস্যা হচ্ছে। তিরুপতি পুরসভার অবশ্য দাবি, নিকাশি নালার জল তেলুগু গঙ্গা পানীয় জল প্রকল্পের জলে মিশে গিয়ে সেই জল দূষিত করে তুলেছে। তার ফলেই পানীয় জল সরবরাহের ক্ষেত্রে সমস্যা হচ্ছে।
ওয়াইএসআর কংগ্রেসের দাবি, তিরুপতি বিমানবন্দরের আধিকারিকরা খারাপ ব্যবহার করেছেন। তাঁদের যেভাবে কথা বলা উচিত ছিল, তাঁরা সেটা করেননি। এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ বা তিরুপতি পুরসভার আধিকারিকদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিনয় রেড্ডিও এ বিষয়ে আর কোনও মন্তব্য করেননি।
অন্ধ্রপ্রদেশের বিরোধী দল তেলুগু দেশম পার্টির সাধারণ সম্পাদক নর লোকেশ এই ঘটনার নিন্দা করেছেন। তাঁর ট্যুইট, ‘বিমানবন্দর ও বিমানবন্দরের কর্মী আবাসনের জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনা ওয়াইএসআর কংগ্রেসের আমলে নৈরাজ্যের প্রমাণ। আমি এই ঘটনার নিন্দা করছি।’