(Source: ECI/ABP News/ABP Majha)
Anna Hazare: মহারাষ্ট্রে সুপারমার্কেট, দোকানে মদ বিক্রির প্রতিবাদ, অনশনের হুঁশিয়ারি অন্না হজারের
Maharashtra: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন অন্না হজারে। তিনি জানিয়েছেন, সুপারমার্কেট ও সাধারণ দোকানগুলিতে মদ বিক্রি বন্ধ না হলে অনশন শুরু করবেন।
নয়াদিল্লি: সম্প্রতি মহারাষ্ট্র সরকার (Maharastra) সিদ্ধান্ত নিয়েছে সুপারমার্কেট (Supermarket) ও সাধারণ দোকানগুলিতে (Walk-in shop) মদ (Wine) বিক্রির অনুমতি দেওয়া হবে। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Maharashtra CM) উদ্ধব ঠাকরেকে চিঠি দিলেন প্রবীণ সমাজকর্মী অন্না হজারে (Anna Hazare)। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করবেন।
গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক ঘোষণা করেন, রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, ফল থেকে যে মদ তৈরি হয়, সেগুলি সুপারমার্কেটের পাশাপাশি সাধারণ দোকানেও বিক্রি করার অনুমতি দেওয়া হবে। এর ফলে কৃষকদের আয় বাড়বে বলে দাবি মহারাষ্ট্র সরকারের।
আরও পড়ুন মুম্বইয়ে ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদের জন্য দায়ী যানজট, কটাক্ষ অম্রুতা ফঢ়ণবীশের
তবে মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্না। তিনি বলেছেন, ‘সাধারণ মানুষ যাতে মাদক, মদের নেশা থেকে দূরে থাকে, নেশাগ্রস্ত হয়ে না পড়ে, সেটা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। কিন্তু মহারাষ্ট্র সরকার আয় বাড়ানোর কথা বলে মদ খাওয়া ও নেশায় উৎসাহ দিচ্ছে। এটা দেখে খুব খারাপ লাগছে। মহারাষ্ট্রের মানুষের পক্ষে এই সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজ্য সরকার বলছে, কৃষকদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার আরও বলেছে, ওয়াইন মদ নয়। আসল প্রশ্ন হল, এই সিদ্ধান্ত রাজ্যকে কোথায় নিয়ে যাবে?’
এই প্রবীণ সমাজকর্মী আরও বলেছেন, ‘কৃষকদের স্বার্থরক্ষা করতে হলে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করা উচিত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের। সেখানে বছরে ১,০০০ কোটি লিটার ওয়াইন বিক্রির লক্ষ্যমাত্রা স্থির করে সরকার ঠিক কী করতে চাইছে? এর মানে জনগণ নেশাগ্রস্ত হয়ে পড়লে সরকারের কোনও সমস্যা নেই। সরকার শুধু রাজস্ব বৃদ্ধি করার দিকেই লক্ষ্য রাখছে। গত নভেম্বরে মহারাষ্ট্র সরকার আমদানি করা স্কচ হুইস্কির উপর শুল্ক ৫০ শতাংশ কমিয়েছে।’
এদিকে, মহারাষ্ট্রের পর কর্ণাটক সরকারও জানিয়েছে, সুপারমার্কেট ও সাধারণ দোকানে ওয়াইন বিক্রির অনুমতি দেওয়া যায় কি না, সে বিষয়ে আলোচনা করা হচ্ছে। কর্ণাটকের আবগারি মন্ত্রী কে গোপালাইয়া জানিয়েছেন, রাজ্য সরকার মহারাষ্ট্রে একটি দল পাঠাবে। মহারাষ্ট্রে কীভাবে সুপারমার্কেট ও দোকানে ওয়াইন বিক্রি করা হচ্ছে সেটা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।