এক্সপ্লোর
Advertisement
টিভিতে লাইভ সম্প্রচারের সময় সাংবাদিকের ফোন কেড়ে দৌড় চোরের, ভিডিও ভাইরাল
টেলিভিশনে খবরের লাইভ সম্প্রচার করার মুহূর্তেই বিপত্তি। ক্যামেরার সামনে তখন সবে দাঁড়িয়েছেন রিপোর্টার। আচমকাই এক চোর তাঁর ফোন ছিনিয়ে নিয়ে চম্পট দিল। এমনই আশ্চর্য ঘটনা আর্জেন্টিনার বুয়েনস এয়ার্সে। ক্যামেরা চালু ছিল। চোরের ফোন ছিনিয়ে নিয়ে পালানোর ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে।
নয়াদিল্লি: টেলিভিশনে খবরের লাইভ সম্প্রচার করার মুহূর্তেই বিপত্তি। ক্যামেরার সামনে তখন সবে দাঁড়িয়েছেন রিপোর্টার। আচমকাই এক চোর তাঁর ফোন ছিনিয়ে নিয়ে চম্পট দিল। এমনই আশ্চর্য ঘটনা আর্জেন্টিনার বুয়েনস এয়ার্সে। ক্যামেরা চালু ছিল। চোরের ফোন ছিনিয়ে নিয়ে পালানোর ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে।
আর সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ভিডিওতে ওই সাংবাদিককে তখন তাঁর মুখে মাস্ক ঠিকঠাক করে নিতে দেখা যাচ্ছে। লাইভ সম্প্রচারের জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। এমনই সময় আচমকা এক চোর তাঁর হাত থেকে ফোন কেড়ে দৌড়ে পালিয়ে যায়। সাংবাদিকও ছাড়ার পাত্র নন। তিনিও চোরের পিছু ধাওয়া করেন। চোর ততক্ষণে একটি গলিতে ঢুকে পড়েছে। স্থানীয়রাও সাংবাদিকের সাহায্যে এগিয়ে আসেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ভিডিওতে যে সাংবাদিককে দেখা গিয়েছে, তাঁর নাম দিয়েগো ডেমারকো। ২০ অক্টোবর মঙ্গলবার সকালে বুয়েনস এয়ার্সে এই ঘটনা ঘটেছে।
এই চুরির ঘটনার পর ওই সাংবাদিক চ্যানেলে তাঁর প্রতিবেদন পেশ করেন। সৌভাগ্যবশত স্থানীয়রা চোরের কাছ থেকে দিয়েগোর ফোন ফেরত নিয়ে আসতে সক্ষম হন।
দিয়েগো জানান, স্থানীয়রা ওই চোরকে চিহ্নিত করতে সক্ষম হন এবং তার কাছ থেকে ফোনটি উদ্ধার করেন।
ওই সাংবাদিক জানিয়েছেন, এই অপ্রত্যাশিত ঘটনার জন্য স্থানীয় লোকজন তাঁর কাছে খেদও প্রকাশ করেন। দিয়েগো স্থানীয়দের সহযোগিতার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement