চিনকে মোদির হুঁশিয়ারির পরই লাদাখে বাড়তি সেনা মোতায়েন ভারতের
সংঘর্ষের পর থেকে এখনও থমথমে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকার পরিস্থিতি
নয়াদিল্লি: চিনা সেনার সঙ্গে সংঘর্ষের পরই লাদাখে বাড়তি বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিল ভারত। সূত্রের খবর, বুধবারই লাদাখ সীমান্তে ভারতীয় সেনা কনভয়ের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এছাড়া, উত্তরাখণ্ডের জোশীমঠেও বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। চিন-সীমান্ত লাগোয়া অঞ্চলগুলি ও প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর আরও বেশি পরিমাণ ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ (আইটিবিপি) পাঠানো হয়েছে।
সংঘর্ষে এক কর্নেল সহ ২০ ভারতীয় জওয়ানের মৃ্ত্যুর পর বুধবার চিনের উদ্দেশে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, চিনের নৃশংস আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে। তারপরই ভারতীয় বাহিনীর এই বাড়তি মোতায়েন হওয়া গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সূত্রের খবর, সোমবারের সংঘর্ষের পর থেকে এখনও থমথমে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকার পরিস্থিতি। সংঘাতের আবহে দু’ দেশের মেজর জেনারেল পর্যায়ে তিনঘণ্টার বৈঠক বসেছিল গতকাল। কিন্তু, তাতে সুষ্ঠু সমাধান সূত্র অধরাই রয়ে গিয়েছে বলে সূত্রের খবর।
গতকালই, দু’ দেশের বিদেশমন্ত্রীদের কথা হয়েছে। আলোচনায় স্থির হয়েছে, দায়িত্বশীল আচরণ এবং সমঝোতার ভিত্তিতে গোটা পরিস্থিতি মোকাবিলা করা হবে। এই সময়ে এধরনের দাবি অতিরঞ্জিত এবং কোনমতেই সমর্থন যোগ্য নয়। এমনকি তা দু’ পক্ষের মধ্যে আলোচনার পরিপন্থী।