Subhendu Adhikari On Mamata Banerjee: ''দিদি সেমিফাইনালেই হেরে গেলেন, চব্বিশে দেশজুড়ে মোদি মোদি'', বার্তা শুভেন্দুর
Assembly Elections 2022: সেই তালিকায় রয়েছে গোয়াও। গোয়ায় সংখ্যা গরিষ্ঠতা না পেলেও বৃহত্তম দল বিজেপি। ৪০ আসনের গোয়ায় বিজেপির দখলে ২০টি। কংগ্রেসের ১২, তৃণমূল জোট- ২, আপ- ২।
কলকাতা: ৫ রাজ্যের মধ্যে ৪ রাজ্যে ভোটে জয়জয়কার বিজেপি। পাঞ্জাব বাদে সব রাজ্যেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। সেই তালিকায় রয়েছে গোয়াও। গোয়ায় সংখ্যা গরিষ্ঠতা না পেলেও বৃহত্তম দল বিজেপি। ৪০ আসনের গোয়ায় বিজেপির দখলে ২০টি। কংগ্রেসের ১২, তৃণমূল জোট- ২, আপ- ২। গোয়ায় সরকার গঠনের পথে বিজেপি। উত্তরপ্রদেশে তো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে।
শুভেন্দু এদিন বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিধানসভা চলছে। বিধানসভার নিয়ম অনুযায়ী বিধানসভা চলছে না। আমাদের বিধায়কদের পারফরম্যান্স ভাল ছিল। আমরা পরবর্তীতেও বেকারদের জন্য, কৃষকদের জন্য সবার জন্য আওয়াজ তুলব।''
৪ রাজ্যে বিজেপির এগিয় থাকার খবর আসার পরই শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে বলেন, ''ত্রিপুরা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সেথানে পুরো সাফ হয়ে গিয়েছে। গত বছর গোয়াতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে লিখে রাখুন, গোয়ায় তৃণমূল সরকার গড়তে চলেছে। অথচ আজ ফলাফল বেরোলে দেখা গেল, তখন দেখা গেল যে অশ্বডিম্ব।''
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টিকে সমর্থন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশের সমর্থনে সভাও করেন তিনি। সে প্রসঙ্গে দিলীপ বলেন, "উনি ওখানে গিয়ে হাথরসের গল্প বলেছেন, লখিমপুর খেরির গল্প বলেছেন। আর এই দুই জায়গায় বিজেপি সবকটি আসনে এগিয়ে আছে। মাঝখান থেকে দিদিমনি গিয়ে উল্টোপাল্টা হিন্দি বলে অখিলেশের দোকান বন্ধ করে দিয়ে এসেছেন।"
উল্লেখ্য, গণধর্ষণকাণ্ডে উত্তপ্ত হাথরস ও কৃষক মৃত্যুতে উত্তপ্ত লখিমপুর খেরিতে এগিয়ে বিজেপি। কংগ্রেস ২ ও বহুজন সমাজ পার্টি ৪টি আসনে এগিয়ে। গোরক্ষপুর সদর আসনে যোগী আদিত্যনাথ ও কারহাল আসনে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।