Asus ROG Phone 5-এর প্রি অর্ডার শুরু, কত দাম রেখেছে কোম্পানি ?
Asus ROG Phone 5 Launch: শুরু হয়ে গেল Asus ROG Phone 5-এর প্রি অর্ডার। বৃহস্পতিবার এই সেল চালু করল কোম্পানি। বেলা ১২টা থেকে নেওয়া হচ্ছে অগ্রিম অর্ডার। গেমারদের জন্যই বিশেষভাবে তৈরি হয়েছে এই ফোন।
শুরু হয়ে গেল Asus ROG Phone 5-এর প্রি অর্ডার। বৃহস্পতিবার এই সেল চালু করল কোম্পানি। বেলা ১২টা থেকে নেওয়া হচ্ছে অগ্রিম অর্ডার। গেমারদের জন্যই বিশেষভাবে তৈরি হয়েছে এই ফোন।
প্রথমে ১৫ এপ্রিল ফোনের বিক্রি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এদিন সেই পথ থেকে সরে আসে সংস্থা। তারা জানায়, আজ থেকে অগ্রিম বুক করা যাবে ফোন। গত মাসেই আসুসের এই বিশেষ ফোন বাজারে এনেছিল কোম্পানি। কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৮৮৮ চিপসেট রয়েছে এই ফোনে। হাই রিফ্রেস রেট ছাড়াও রয়েছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা। Asus ROG Phone 5-এর পাশাপাশি ভ্যানিলা ROG Phone 5 ও Asus ROG Phone 5 Pro এনেছে কোম্পানি। এই সব ফোনেরই স্পেশিফিকেশন আলাদা।
Asus ROG Phone 5-এর দাম
Asus ROG Phone 5-এর ৮জিবি ১২৮ জিবির দাম রাখা হয়েছে ৪৯,৯৯৯টাকা। পাশাপাশি ১২জিবি ২৫৬ জিবির দাম রাখা হয়েছে ৫৭,৯৯৯ টাকা। ফ্যান্টম ব্ল্যাক ও স্টর্ম হোওয়াইট রঙে পাওয়া যাবে এই ফোন। ফ্লিপকার্টে আজ থেকেই শুরু হয়েছে এর প্রি অর্ডার।
Asus ROG Phone 5-এর স্পেসিফিকেশনস
আসুসের এই মডেলগুলির নামে পার্থক্য থাকলেও স্পেসিফিকেশন অনেকটাই এক। কেবল র্যাম ও স্টোরেজ ক্যাপাসিটির পার্থক্য রয়েছে। Asus ROG Phone 5-এ ডুয়েল সিম ন্যানোর পাশাপাশি ROG ও Zen ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রযেড ১১-এ চলবে এই মডেলে। ৬.৭ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এই ফোনে। ১৪৪ হাই রিফ্রেস রেট থাকার কারণে গেমিংয়ে সমস্যা হওয়ার কথা নয়। কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৮৮৮ চিপসেট রয়েছে এই ফোনে। সঙ্গে দেওয়া হয়েছে অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ।
ROG Phone 5 আলটিমেটে ১৮ জিবি পর্যন্ত র্যাম এক্সটেন্ড করা যেতে পারে। পাশাপাশি সর্বোচ্চ স্টোরেজ ক্যাপাসিটি ৫১২। কিন্তু স্টোরেজ বাড়ানোর সুবিধা নেই এই মডেলে।ক্যামেরার দিক থেকেও শক্তিশালী এই ফোন। আসুসের নতুন এই ফোনে রয়েছে তিনটি রেয়ার ক্যামেরা। যার প্রাইমারি সেন্সর ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি শ্যুটার ও ৫ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা রয়েছে এই ফোনে। ভালো সেলফি তোলার জন্য সামনে রয়েছে ২৪ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।
4G-র সঙ্গে 5G সাপোর্ট করবে এই ফোন।সব মিলিয়ে ২৩৮ গ্রাম ওজনের ওই ফোনের ওয়েট ব্যালেন্স খুব একটা খারাপ নয়। রিভিউয়াররা অন্তত তেমনটাই বলছেন। ৬০০০ এমএইচ-এর ব্যাটারি রয়েছে Asus ROG Phone 5-এ। সঙ্গে চার্জের জন্য ৬৫ ওয়াট ফাস্ট চার্জার।