এক্সপ্লোর
Advertisement
Bihar Election 2020 Final Results LIVE: বিহারে মুখ্যমন্ত্রী হবেন নীতীশই, আশ্বস্ত করল বিজেপি, শপথ নেবেন দীপাবলির পরে, জানাল জেডিইউ
Bihar Assembly Election 2020 Final Result, Vote Counting Tally LIVE Updates:: ২৪৩ আসনের বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২। প্রত্যাবর্তন নীতীশের নেতৃত্বাধীন এনডিএ জোটের, একক বৃহত্তম দল আরজেডি। প্রতি মুহূর্তের যাবতীয় আপডেট দেখতে থাকুন এখানেই।
LIVE
Background
পটনা: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিহার বিধানসভা ভোটে জয়ী এনডিএ। জেডিইউ-র থেকেও বেশি আসনে জিতল বিজেপি। কারচুপির অভিযোগ খারিজ। উন্নয়নের পক্ষে জয়, ট্যুইট মোদির। একক বৃহত্তম দল আরজেডি। বিহারে ফের ফার্স্টবয় হয়েও স্টিয়ারিং নেই তেজস্বীর হাতে। তৃতীয় হয়েও মসনদে ফের নীতীশ, ঘোষণা বিজেপির। ছাপ ফেলতে ব্যর্থ চিরাগ। ১৬ আসন পেয়ে চমক বামেদের।
20:38 PM (IST) • 11 Nov 2020
বিহারে এবারের বিধানসভা নির্বাচনে ১২৫টি আসন পেয়ে ফের সরকার গড়ছে এনডিএ। এনডিএ-র সহযোগী দলগুলির মধ্যে সবচেয়ে বেশি ৭৪টি আসন পেয়েছে বিজেপি। জনতা দল ইউনাইটেড পেয়েছে ৪৩টি আসন। ফলে নীতীশ কুমারকেই ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখা যাবে কি না, সে বিষয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছিল। তবে বিজেপি নেতারা জানিয়েছেন, নীতীশই ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন। জেডিইউ মুখপাত্র কে সি ত্যাগী জানিয়েছেন, দীপাবলির পরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন নীতীশ।
14:26 PM (IST) • 11 Nov 2020
Bihar Election Results 2020 LIVE: খুব ভালো হয়েছে তেজস্বী, বলল শিবসেনা
‘একার হাতে বিহার বিধানসভা নির্বাচনে দুরন্ত লড়াইয়ে’র জন্য আরজেডি নেতা তেজস্বী যাদবকে অভিনন্দন শিবসেনার। মহারাষ্ট্রের শাসক দল বলেছে, সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে তেজস্বীর এই লড়াই ‘যুবশক্তির উত্থান’ ঘটেছে। বিহার ভোটের ফল মোটের ওপর প্রত্যাশিত হয়েছে বলে শিবসেনা মন্তব্য করেছে। তারা বলেছে, ভোটে জোরাল ধাক্কা খেয়েছেন নীতীশ কুমার।
‘একার হাতে বিহার বিধানসভা নির্বাচনে দুরন্ত লড়াইয়ে’র জন্য আরজেডি নেতা তেজস্বী যাদবকে অভিনন্দন শিবসেনার। মহারাষ্ট্রের শাসক দল বলেছে, সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে তেজস্বীর এই লড়াই ‘যুবশক্তির উত্থান’ ঘটেছে। বিহার ভোটের ফল মোটের ওপর প্রত্যাশিত হয়েছে বলে শিবসেনা মন্তব্য করেছে। তারা বলেছে, ভোটে জোরাল ধাক্কা খেয়েছেন নীতীশ কুমার।
14:08 PM (IST) • 11 Nov 2020
বিহারের নির্বাচনের ফলাফল সম্পর্কে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেছেন, নীতীশ কুমারের স্বচ্ছ ভাবমূর্তির সুফল পেয়েছে এনডিএ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আস্থা রাখেন জনগন। উল্লেখ্য, ফড়নবীশ ছিলেন বিহার বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা।
11:59 AM (IST) • 11 Nov 2020
Bihar Election Results 2020 LIVE: আজ নীতীশের বাসভবেন গুরুত্বপূর্ণ বৈঠক জেডিইউ-র
নীতীশ কুমারের বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন জেডিইউ শীর্ষ নেতৃবৃন্দ। সরকার গঠন সংক্রান্ত কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। আসন সংখ্যা কমলেও নীতীশই চতুর্থবার বিহারের মুখ্যমন্ত্রী হচে চলেছেন বলেই খবর। ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ দলের শীর্ষনেতারা জানিয়েছিলেন যে, নীতীশই এনডিএ-র মুখ্যমন্ত্রী প্রার্থী।
নীতীশ কুমারের বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন জেডিইউ শীর্ষ নেতৃবৃন্দ। সরকার গঠন সংক্রান্ত কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। আসন সংখ্যা কমলেও নীতীশই চতুর্থবার বিহারের মুখ্যমন্ত্রী হচে চলেছেন বলেই খবর। ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ দলের শীর্ষনেতারা জানিয়েছিলেন যে, নীতীশই এনডিএ-র মুখ্যমন্ত্রী প্রার্থী।
11:26 AM (IST) • 11 Nov 2020
Bihar Election Results 2020 LIVE: সন্ধে ছটায় দিল্লিতে বিজেপি অফিসে যাবেন মোদি
দিল্লিতে সন্ধে ছটায় বিজেপির সদর দফতরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিজেপির নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন তিনি। বিজেপি অফিসে বিহার বিধানসভা ভোট ও উপনির্বাচনে জয়ের উৎসব পালন করা হবে।
দিল্লিতে সন্ধে ছটায় বিজেপির সদর দফতরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিজেপির নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন তিনি। বিজেপি অফিসে বিহার বিধানসভা ভোট ও উপনির্বাচনে জয়ের উৎসব পালন করা হবে।
Load More
Tags :
Bihar Results Bihar Election 2020 Bihar Chunav Bihar Chunav Nateeja Bihar Results LIVE Bihar Election Results Bihar Election Result 2020বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement