Bihar Phase 2 Polling LIVE: "এক গোষ্ঠীর মানুষ চান না আপনি 'ভারত মাতা কি জয়' ও 'জয় শ্রী রাম' বলুন": সহর্সের জনসভায় মোদি
Bihar Polls: আজ ভাগ্যপরীক্ষা মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের

Background
পটনা: বিহারে আজ দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। এই দফায় ১৭টি জেলার ৯৪টি আসনে ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। দ্বিতীয় দফার ভোটে আরজেডি প্রধান লালু প্রসাদের দুই পুত্রের রাজনৈতিক ভাগ্য পরীক্ষা। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী বৈশালি জেলার রাঘোপুর কেন্দ্রে লড়ছেন। লালুর আরেক ছেলে তেজপ্রতাপ লড়ছেন সমস্তিপুর জেলার হাসনপুর কেন্দ্র থেকে। এই দফায় নীতীশ সরকারের চার মন্ত্রীরও ভাগ্যপরীক্ষা। দ্বিতীয় দফার ভোটে প্রার্থীর সংখ্যা ১ হাজার ৪৬৩। সবথেকে বেশি ২৭ জন প্রার্থী রয়েছেন মহারাজগঞ্জ আসনে। সবথেকে কম ৪ জন প্রার্থী লড়াই করছেন দারাউলি কেন্দ্রে। দ্বিতীয় দফায় ভোটার সংখ্যা ২ কোটি ৮৫ লক্ষ ৫০ হাজার ২৮৫। ৭ নভেম্বর বিহার তৃতীয় দফার ভোট। ১০ নভেম্বর ফল ঘোষণা।






















