এক্সপ্লোর
Advertisement
বিপজ্জনক! সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করতে এলপিজি সিলিন্ডার রেললাইনে রাখল যুবক! গ্রেফতার করল পুলিশ
সোশ্যাল মিডিয়ায় তাক লাগানো ভিডিও বেশিরভাগ ক্ষেত্রে ইউজারদের নজর কাড়ে। আর এমনই সব ভিডিও পোস্ট করে ইন্টারনেটে ভাইরাল হওয়ার প্রবণতা দিনে দিনে বিপজ্জনক আকার ধারণ করছে। সোশ্যাল মিডিয়ায় এভাবে সস্তায় বাজিমাতের হঠকারী কাজে ভয়াবহ বিপদ ডেকে আনার আশঙ্কার বিষয়টিও কারুর কারুর মাথায় থাকছে না।
তিরুপতি: সোশ্যাল মিডিয়ায় তাক লাগানো ভিডিও বেশিরভাগ ক্ষেত্রে ইউজারদের নজর কাড়ে। আর এমনই সব ভিডিও পোস্ট করে ইন্টারনেটে ভাইরাল হওয়ার প্রবণতা দিনে দিনে বিপজ্জনক আকার ধারণ করছে। সোশ্যাল মিডিয়ায় এভাবে সস্তায় বাজিমাতের হঠকারী কাজে ভয়াবহ বিপদ ডেকে আনার আশঙ্কার বিষয়টিও কারুর কারুর মাথায় থাকছে না। এ ধরনেরই একটা ভিডিও তোলার চক্করে তিরুপতির কাছে একটি প্যাসেঞ্জার ট্রেন বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করতে এক ব্যক্তি রেল লাইনে এলপিজি সিলিন্ডার রেখে দিয়েছিল। অন্ধ্রপ্রদেশের ওই যুবকের অপরিণামদর্শী অপকর্মের কারণে কয়েকশ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে গিয়েছিল।
জানা গেছে, কোঙ্গারা রামিরেড্ডি নামে চিত্তুর জেলার ইয়েরপেডু মন্ডলের চেল্লোরের বাসিন্দা ওই যুবক বি টেক স্নাতক। সোশ্যাল মিডিয়ায় সস্তায় হাততালি কুড়োতে এর আগেও সে ঝুঁপিপূর্ণ একাধিক ভিডিও তুলেছিল। এবার অবশ্য আর রেহাই পায়নি। পুলিশ তাকে গ্রেফতার করেছে। রেলওয়ে আইন-১৯৮৯-এর ১৫৩ (ইচ্ছাকৃত বা ভুলবশত রেলের যাত্রীদের নিরাপত্তা বিপন্ন করা) ধারা ও ১৪৩ ( রেল চত্বরে বেআইনি অনুপ্রবেশ) ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশকে দেওয়া প্রাথমিক বয়ানে ওই যুবক জানিয়েছে, অর্থোপার্জনের জন্য সে এ ধরনের ভিডিও তৈরি করেছে। এখনও পর্যন্ত নিজের ইউটিউব চ্যানেলের জন্য সে ৪০-এর বেশি এধরনের ভিডিও করেছে। এরমধ্যে রেল লাইনে ক্ষতিকর জিনিসপত্র রাখার মতো বিপজ্জনক কাজের ভিডিও-ও রয়েছে। তার বাড়ির পাশে রেললাইনে এ পর্যন্ত সে সব্জি,ফল, মুরগীর মাংসের টুকরো, খেলনা, আতসবাজি, সাইকেলের চেন, এমনটি বাইকও রেখেছে।আরও বেশি দর্শক যোগাড় করে সোশ্যাল মিডিয়ায় অর্থোপার্জনের জন্যই সে এ ধরনের ভিডিও করেছে। পুলিশ বলেছে, এ ধরনের কাজ খুবই গুরুতর এবং এতে রেলওয়ে এবং যাত্রীদেরও গুরুতর ক্ষতি হতে পারত।Tirupati, Andhra Pradesh: Railway Protection Force (RPF) has arrested a youth named Ramireddy in Renigunta for performing misadventures on Railway tracks. Ramireddy used to put toys, crackers, cylinders on railway track & upload videos of trains crushing these on YouTube. pic.twitter.com/5GGMG6J8XR
— ANI (@ANI) August 11, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement