এক্সপ্লোর
Advertisement
ছত্তীসগঢ়ে বিধানসভা নির্বাচনে প্রথম দফার তালিকায় নেই ১৪ জন বিধায়ক, মিজোরামে ১৩ জন খ্রিস্টানকে প্রার্থী করল বিজেপি
নয়াদিল্লি: ছত্তীসগঢ়, তেলঙ্গানা ও মিজোরামে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফায় ৭৭ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। ছত্তিসগঢ়ের প্রার্থী তালিকায় নাম নেই ১৪ জন বিধায়কের। মুখ্যমন্ত্রী রমন সিংহ আগের মতোই রাজনন্দগাঁও কেন্দ্র থেকেই প্রার্থী হচ্ছেন। উল্লেখযোগ্যভাবে মিজোরামে যে ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি, তাঁরা প্রত্যেকেই খ্রিস্টান। তেলঙ্গানার বিধানসভা নির্বাচনে ৩৮ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
আজ বিজেপি-র কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর তিন রাজ্যের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এই বৈঠকে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ। ছত্তিসগঢ়ে প্রার্থী করা হয়েছে এই রাজ্যে কংগ্রেসের প্রাক্তন কার্যনির্বাহী সভাপতি রামদয়াল ইকে-কে। তিনি সম্প্রতি দলবদল করে বিজেপি-তে যোগ দিয়েছেন। চাকরি ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া প্রাক্তন আমলা ওপি চৌধুরীকেও প্রার্থী করা হয়েছে।
ছত্তীসগঢ়ে বিজেপি-র প্রথম দফার প্রার্থী তালিকায় ১৪ জন মহিলা, ৪০ বছরের কমবয়সি ২৫ জন, তফশিলী জাতির ১০ জন এবং তফশিলী উপজাতির ২৯ জনের নাম আছে। গত বিধানসভা নির্বাচনে এই রাজ্যে ৪৯টি আসন পেয়েছিল বিজেপি। টানা চতুর্থবার ক্ষমতা দখল করাই গেরুয়া শিবিরের লক্ষ্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement