এক্সপ্লোর
Advertisement
অযোধ্যায় বু্দ্ধমূর্তি বসানোর দাবি বিজেপি এমপি-র, রাম না বাবর, কার কথা ভাবে কংগ্রেস, প্রশ্ন আদিত্যনাথের
গোন্ডা (উত্তরপ্রদেশ): বিজেপির তরফে অযোধ্যায় রামমন্দির তৈরির দাবিতে চাপ বাড়ছে। তার মধ্যেই বাহরাইচের বিজেপি এমপি সাবিত্রীবাঈ ফুলে অযোধ্যার বিতর্কিত জমিতে ভগবান বুদ্ধের মূর্তি বসানোর দাবি করলেন। হাইকোর্টের নির্দেশে সেখানে খননকার্য্য চালিয়ে ভগবান বুদ্ধের সঙ্গে সম্পর্ক আছে, এমন নির্দিষ্ট কিছু সামগ্রীর সন্ধান মিলেছে বলে সওয়াল করেছেন তিনি। তাই ওই জায়গায় বুদ্ধেরই মূর্তি বসানো উচিত বলে তাঁর দাবি। তিনি বলেছেন, আমি পরিষ্কার বলতে চাই, ভারত বুদ্ধের, আর অযোধ্যা বুদ্ধের স্থান। তাই সেখানে বুদ্ধের মূর্তি প্রতিষ্ঠা করা উচিত।
রাজ্যসভার বিজেপি এমপি রাকেশ সিনহা রামমন্দির তৈরির দাবিতে যে ব্যক্তিগত বিল আনতে চলেছেন, সে প্রসঙ্গে প্রশ্নের জবাবে ফুলে বলেন, সংবিধান অনুসারে ভারত ধর্মনিরপেক্ষ দেশ। আর সংবিধানে সব ধর্মকে সমান নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হয়েছে। সংবিধান অনুসারে দেশ চলা উচিত।
এদিকে কংগ্রেসকে নিশানা করে আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছত্তিশগড়ের লোরমিতে বিজেপির হয়ে প্রচারে নেমে প্রশ্ন করেন, কংগ্রেস জাতীয় নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলেছে, রাজনৈতিক ফায়দা তুলতে ছত্তিশগড়, ঝাড়খন্ডে তলে তলে মদত দিয়েছে মাওবাদীদের। প্রচুর খনিজ ও বনজ সম্পদ থাকা সত্ত্বেও ছত্তিশগড় কংগ্রেস শাসনে গরিব, পিছিয়ে পড়া, বিমারু রাজ্যই রয়ে গিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এও বলেন, কংগ্রেস মাওবাদীদের নিজেদের স্বার্থে চাঙ্গা করেছে, কিন্তু মানুষের নিরাপত্তার সামনে মাওবাদীরা বিপদ হয়ে ওঠার পর বিজেপিকেই ওদের কঠোর হাতে মোকাবিলা করতে হয়েছে। বিজেপির কাছে জাতীয় সুরক্ষা সবচেয়ে বেশি গুরুত্বের। পাশাপাশি আদিত্যনাথ বলেন, সবাই এটা জানে যে, রামের জন্ম হয়েছিল অযোধ্যায়, বিষয়টি সুপ্রিম কোর্টে রয়েছে। কংগ্রেস নেতা কপিল সিবাল সেখানে পিটিশন দিয়ে বলেছেন, ২০১৯-এর সাধারণ নির্বাচনের আগে যেন এ নিয়ে কোনও সিদ্ধান্ত ঘোষণা করা না হয়। কংগ্রেসকে প্রশ্ন করা উচিত, ভগবান রাম না বিদেশি আগ্রাসনকারী বাবর, কার কথা ওরা ভাবে। কংগ্রেসের দেশের সম্মান, আত্মমর্যাদার কোনও ধারণাই নেই। সবসময় ওরা জাতীয় নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করেছে, এখন আপনাদের কাছে ভোট চাইতে এসেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement