এক্সপ্লোর
Advertisement
বিএসএনএল-এমটিএনএলে চিনা যন্ত্রের ব্যবহারে নিষেধাজ্ঞা কেন্দ্রের, বয়কট করছে বেসরকারি টেলিকম সংস্থাগুলিও?
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা সেনার হামলার রেশ পড়তে চলেছে এবার শি জিনপিংয়ের দেশ থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যের ওপরও। ভারতের বিভিন্ন সংগঠন মোবাইল ফোন-চার্জার-পোশাক, বৈদ্যুতিন সরঞ্জামের মতো বিভিন্ন চিনা সামগ্রী বয়কটের ডাক দিচ্ছে।
নয়াদিল্লি: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা সেনার হামলার রেশ পড়তে চলেছে এবার শি জিনপিংয়ের দেশ থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্যের ওপরও। ভারতের বিভিন্ন সংগঠন মোবাইল ফোন-চার্জার-পোশাক, বৈদ্যুতিন সরঞ্জামের মতো বিভিন্ন চিনা সামগ্রী বয়কটের ডাক দিচ্ছে। এই প্রেক্ষাপটে এবার বিএসএনএল-এমটিএনএলে চিনা যন্ত্রের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।
লাদাখের গালোয়ান উপত্যকায় চিনা ফৌজের হামলায় অন্তত ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। পাল্টা জবাবে ৪৩ জন চিনা সেনার মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর। লাদাখে প্রকতৃ নিয়ন্ত্রণরেখায় তৈরি হওয়া উত্তেজনার সেই রেশ পড়তে পারে বাজারেও।
বুধবার রাতের দিকে কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছে, বিএসএনএল ও এমটিএনএলের ৪জি পরিষেবায় ব্যবহার করা যাবে না চিনা যন্ত্র। লাদাখে চিনা হামলার পরেই নির্দেশ কেন্দ্রীয় সরকারের। বলা হয়েছে, দেশীয় সংস্থার থেকেই নিতে হবে যন্ত্র। চিনা সংস্থাকে এড়িয়ে নতুন করে টেন্ডার ডাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
বেসরকারি টেলিকম সংস্থাকেও একই নির্দেশ দেওয়ার ভাবনা রয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর। বেসরকারি টেলিকম সংস্থাতেও চিনা যন্ত্র বয়কটের ভাবনা রয়েছে। বিএসএনএল ও এমটিএনএলের ৪জি পরিষেবার জন্য নতুন করে টেন্ডার ডাকা হতে পারে বলে সূত্রের খবর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement