LIVE সিএএ প্রতিবাদ: উস্কানিমূলক বক্তব্যের জন্য সনিয়া, প্রিয়ঙ্কা, আসাদউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের আলিগড় আদালতে

Background
মেরঠ: হিংসা-কবলিত মেরঠে যাওয়ার পথে রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী বঢরাকে আটকাল উত্তরপ্রদেশ পুলিশ। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদ আন্দোলনে পথে নেমে মেরঠে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতেই সেখানে যাচ্ছিলেন রাহুল-প্রিয়ঙ্কা। কিন্তু, মেরঠে ঢোকার আগেই, রাহুল-প্রিয়ঙ্কাদের আটকে দেওয়া হয়। একইসঙ্গে, তাঁদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, গত সপ্তাহে মেরঠে সিএএ-র প্রতিবাদে ভয়াবহ হিংসা ছড়িয়ে পড়ে। পুলিশের একটি ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রশাসন সূত্রে দাবি, ২ জন পুলিশ কর্মী গুলিবিদ্ধ হন। হিংসার বলি হন আরও ২ জন।
এর আগে, গত ২২ তারিখ, লখনউ বিমানবন্দর থেকে বেরোতেই দেওয়া হয়নি তৃণমূলের প্রতিনিধি দলকে। তৃণমূলের প্রতিনিধি দলের ৪ সদস্যকে পুলিশি হেনস্থারও অভিযোগ উঠেছিল।






















