এক্সপ্লোর
গম সহ রবিশস্যগুলির ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর ঘোষণা কেন্দ্রীয় সরকারের

নয়াদিল্লি: গম সহ রবিশস্যগুলির ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আর্থিক বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। গমের সহায়ক মূল্য প্রতি কুইন্টালে ৬ শতাংশ অর্থ্যাৎ ১০৫ টাকা বেড়ে হচ্ছে ১,৮৪০ টাকা। অন্যান্য রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য ২১ শতাংশ বাড়ানো হচ্ছে। এর ফলে কৃষকরা অতিরিক্ত ৬২,৬৩৫ কোটি টাকা আয় করতে পারবেন বলে জানিয়েছেন, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। আজ বৈঠকের পর কৃষিমন্ত্রী রাধামোহন সিংহ জানিয়েছেন, সব রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য ফলনের খরচের চেয়ে ৫০ থেকে ১১২ শতাংশ বেশি। বার্লির ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে ৩০ টাকা বাড়িয়ে ১,৪৪০ টাকা করা হয়েছে। ছোলার ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে ২২০ টাকা বাড়ানো হয়েছে। মসুর ও সর্ষের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে যথাক্রমে ২২৫ টাকা ও ২০০ টাকা বাড়ানো হয়েছে। কুসুম ফুলের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে ৮৪৫ টাকা বাড়ানো হয়েছে। কয়েকমাস আগে কেন্দ্রীয় সরকার খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর প্রতিশ্রুতি দেয়। আজ সেই প্রতিশ্রুতি পূরণ করা হল বলে জানানো হয়েছে। সম্প্রতি দিল্লিতে কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্য ও ঋণ মকুবের দাবিতে বিক্ষোভ দেখান। এরপরেই আজ এই ঘোষণা করল সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















