এক্সপ্লোর
Advertisement
সিবিআই কোন্দল:ছুটিতে পাঠানো হল অলোক বর্মা, রাকেশ আস্থানাকে; নতুন ভারপ্রাপ্ত অধিকর্তা নাগেশ্বর রাও দায়িত্বে এসেই দফতর সিল করে তল্লাশির নির্দেশ দিলেন
নয়াদিল্লি: সিবিআইয়ের সাম্প্রতিক ঘরোয়া কোন্দলে অবশেষে হস্তক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন ভারপ্রাপ্ত অধিকর্তা হিসেবে নিযুক্ত হলেন এম নাগেশ্বর রাও। ছুটিতে পাঠানো হল অধিকর্তা অলোক বর্মা ও স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে। এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জয়েন্ট ডিরেক্টর পদে ছিলেন এম নাগেশ্বর রাও। ভারপ্রাপ্ত অধিকর্তার দায়িত্ব নেওয়ার পরেই তাঁর নির্দেশে নতুন দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে তল্লাশি শুরু হয়েছে। সিল করে দেওয়া হয়েছে দফতরের ১১ ও ১২ তলা। কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না সেখান থেকে। সূত্রের খবর, ওই দুই তলেই বসতেন সিবিআইয়ের সদ্য ছুটিতে যাওয়া অধিকর্তা অলোক বর্মা ও স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা।
শুধু অলোক বর্মা এবং আস্থানাকেই ছুটিতে পাঠানো হয়নি। তাঁদের সঙ্গে যে সমস্ত আধিকারিকেরা কাজ করতেন তাঁদেরও ছুটিতে পাঠানো হয়েছে। দফতরের যে দুটি তল বন্ধ রেখে তল্লাশি অভিযান চালানো হচ্ছে সেখান থেকে দুপুরের আগে কাউকে বেরনোর অনুমতি দেওয়া হয়নি।
এই নতুন ভারপ্রাপ্ত অধিকর্তা এম নাগেশ্বর ওড়িষ্যা ক্যাডারের ১৯৮৬ সালের আইপিএস ব্যাচ। ২০১৫ সালে সিবিআইয়ে যোগ দেন তিনি। চেন্নাইয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জয়েন্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন তিনি। দু বছর পর তাঁকে দিল্লিতে বদলি করে দেওয়া হয়। তিনি ওড়িষ্যার বিভিন্ন জেলায় এসপি পদেও কাজ করেছেন।
প্রসঙ্গত, দিন কয়েক আগে সিবিআই প্রধান বর্মা তাঁর ডেপুটি আস্থানার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আনেন। অলোক বর্মা দাবি করেন, এক ব্যবসায়ীর থেকে আস্থানা তিন কোটি টাকা ঘুষ নিয়েছেন। এর পাল্টা সিবিআই প্রধানের বিরুদ্ধেই ওই এক ব্যবসায়ীর থেকেই দু কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন আস্থানা। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধান এবং তাঁর টিমের বিরুদ্ধে ৫০ পাতার অভিযোগ পত্রও জমা দেন আস্থানা। এরপরই সিবিআইয়ের অন্দর কোন্দল প্রকাশ্যে এসে পড়ে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement