তফশিলি জাতি-উপজাতি পড়ুয়াদের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফি ২৪ গুণ বাড়িয়ে দিল সিবিএসই, সাধারণ তালিকাদের বৃদ্ধি ২ গুণ
তফশিলি জাতি ও উপজাতি তালিকা বিশিষ্ট পড়ুয়াদের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফি একধাক্কায় ২৪ গুণ বাড়িয়ে ১,২০০ টাকা করার সিদ্ধান্ত নিল সিবিএসই
নয়াদিল্লি: তফশিলি জাতি ও উপজাতি তালিকা বিশিষ্ট পড়ুয়াদের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফি একধাক্কায় ২৪ গুণ বাড়িয়ে ১,২০০ টাকা করার সিদ্ধান্ত নিল সিবিএসই। অন্যদিকে, সাধারণ তালিকার আওতাভুক্ত পড়ুয়াদের ক্ষেত্রে ফি বর্তমানের তুলনায় দ্বিগুণ বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। সাধারণত, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ক্ষেত্রে পড়ুয়াদের নথিভুক্তিকরণ নবম শ্রেণি থেকে শুরু হয়। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ক্ষেত্রে নথিভুক্তিকরণ শুরু হয় একাদশ শ্রেণি থেকে। গত সপ্তাহে, সবকটি স্কুলে নির্দেশিকা পাঠিয়ে এই পরিবর্তনের কথা জানিয়েছে সিবিএসই। ওই নির্দেশিকায় বলা হয়েছে, যে সব স্কুলে ইতিমধ্যেই আগের তালিকা অনুযায়ী টাকা নেওয়া হচ্ছিল, সেখানে বাড়তি টাকা পড়ুয়াদের থেকে আদায় করতে। সিবিএসই-র তরফে জানানো হয়েছে, যে সকল পড়ুয়া সময়ের মধ্যে এই বাড়তি ফি জমা করবে না, তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। ফলে, তারা ২০১৯-২০ পরীক্ষায় বসতে পারবে না। এতদিন, তফশিলি জাতি ও উপজাতি তালিকা বিশিষ্ট পড়ুয়াদের পাঁচ বিষয়ের জন্য দিতে হত ৫০ টাকা ফি। পরিবর্তিত নিয়ম অনুযায়ী, এখন থেকে তাঁদের ১,২০০ টাকা দিতে হবে। অর্থাৎ বৃদ্ধির হার ২৪ গুণ! অন্যদিকে, সাধারণ তালিকার আওতাভুক্ত পড়ুয়ারা এতদিন পাঁচ বিষয়ের জন্য ৭৫০ টাকা ফি দিয়ে আসত। তাদের এবার থেকে দিতে হবে ১,৫০০ টাকা। অর্থাৎ বৃদ্ধির হার ২ গুণ। সিবিএসই-র এক শীর্ষ আধিকারিক জানান, এই বৃদ্ধি দশম ও দ্বাদশ -- উভয় পরীক্ষার জন্য প্রযোজ্য। আবার, এতদিন তফশিলি জাতি ও উপজাতি তালিকা বিশিষ্ট পড়ুয়াদের দ্বাদশ শ্রেণির অতিরিক্ত বিষয়ের পরীক্ষার জন্য কোনও ফি দিতে হত না। এখন তাদের দিতে হবে ৩০০ টাকা। একইভাবে, সাধারণ তালিকার আওতাভুক্ত পড়ুয়াদের দিত হত ১৫০ টাকা। তাদেরও এবার থেকে দিতে হবে ৩০০ টাকা। ১০০ শতাংশ দৃষ্টহীন পড়ুয়াদের কোনওপ্রকার ফি দিতে হবে না। সিবিএসই-র প্রবাসিক স্কুলগুলিতেও ফি বৃদ্ধি করা হয়েছে। আগে দশম ও দ্বাদশ শ্রেণিতে পাঁচ বিষয়ের জন্য ৫ হাজার টাকা নেওয়া হত। এখন তা বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার টাকা। অন্যদিকে, অতিরিক্ত বিষেয়র ফি-ও এক হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২ হাজার। মাইগ্রেশন ফি ১৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৩৫০ টাকা।