এক্সপ্লোর
ধূমধাম করে স্বাধীনতা দিবস পালন করতে হবে, মাদ্রাসাগুলিকে নির্দেশ উত্তরপ্রদেশ সরকারের
উত্তরপ্রদেশে ১৬,৪৬১টি মাদ্রাসা আছে। ২০১৭ সালে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মাদ্রাসাগুলিকে স্বাধীনতা দিবস পালনের নির্দেশ দেওয়া হচ্ছে।

লখনউ: উত্তরপ্রদেশের সব মাদ্রাসাকে ধূমধাম করে স্বাধীনতা দিবস পালন করার নির্দেশ দিল মাদ্রাসা শিক্ষা বোর্ড। রেজিস্ট্রার এস এন পাণ্ডে সংখ্যালঘু দফতরের ডেপুটি ডিরেক্টর এবং জেলাগুলির সংখ্যালঘু কল্যাণ আধিকারিকদের চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে প্রাণ বলিদান দেওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পড়ুয়াদের স্বাধীনতা সংগ্রামের বিষয়ে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠানের বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে ১৬,৪৬১টি মাদ্রাসা আছে। ২০১৭ সালে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মাদ্রাসাগুলিকে স্বাধীনতা দিবস পালনের নির্দেশ দেওয়া হচ্ছে। এ বিষয়ে উত্তরপ্রদেশের মন্ত্রী মহসিন রাজা বলেছেন, ‘অনুষ্ঠানের বিষয়ে মাদ্রাসাগুলিকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে। তার ভিত্তিতে সরকার মাদ্রাসার পড়ুয়াদের পুরস্কৃত করবে। মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে হবে। মাদ্রাসার পড়ুয়াদের দেশের প্রতি ভালবাসা থাকা উচিত।’ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এই নির্দেশে অবশ্য অখুশি শিক্ষকদের সংগঠন মাদারিস আরবিয়া। এই সংগঠনের সভাপতি দিওয়ান সাহাব জামান বলেছেন, ‘অতীতে প্রতি বছর এই ধরনের চিঠি পাঠাত না মাদ্রাসা শিক্ষা বোর্ড। জেলা সংখ্যালঘু কল্যাণ আধিকারিক চাইলে রিপোর্ট দেওয়া হবে, কিন্তু প্রমাণ চাইলে আমরা আপত্তি জানাব।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















