সব ধরনের পেঁয়াজের রফতানি নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের
গত ২৬ তারিখ কেন্দ্রীয় মন্ত্রী রামহবিলাস পাসোয়ান সব রাজ্যকে বলেছিলেন, কেন্দ্র থেকে পেঁয়াজ কিনতে।
নয়াদিল্লি: চাহিদার তুলনায় জোগানে টান পড়ায় দেশজুড়ে পেঁয়াজের দামের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে দেশের বাজারে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ করতে সব ধরনের পেঁয়াজের রফতানির ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। এদিন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, দেশের বাইরে কোনও পেঁয়াজ যাবে না।
গত ২৬ তারিখ কেন্দ্রীয় মন্ত্রী রামহবিলাস পাসোয়ান সব রাজ্যকে বলেছিলেন, কেন্দ্র থেকে পেঁয়াজ কিনতে। তিনি আশ্বাস দিয়েছিলেন, প্রত্যেক রাজ্যের চাহিদা অবিলম্বে পূরণ করা হবে। দেশের বাজারে পেঁয়াজের জোগান ঠিক করতে যুগ্ম-সচিব পর্যায়ের দুই কেন্দ্রীয় আধিকারিক মহারাষ্ট্রে গিয়ে কৃষক, ব্যবসায়ী ও সরবরাহকারীদের সঙ্গে কথা বলেন। আর্জি করেন, যাতে যত দ্রুত সম্ভব বেশি পরিমাণ পেঁয়াজ দেশের বিভিন্ন বাজারে পাঠাতে।
To augment onion supplies to the markets, a team of two joint secretary level officers have been sent to Maharashtra to talk to the farmers, traders & transporters to assess availability of onions and to persuade them to bring more onions to the market. @PMOIndia @jagograhakjago
— Ram Vilas Paswan (@irvpaswan) September 26, 2019
NAFED has sent 10 trucks of onions to Haryana yesterday and another 5 trucks are being sent today as per their demand. Delhi Government has also demanded 4 trucks of onions from Saturday onwards which is being made available to them. @cmohry @ArvindKejriwal @jagograhakjago
— Ram Vilas Paswan (@irvpaswan) September 26, 2019
Other state govts too, who want to buy onion from centre can send their requirement to Secretary, Consumer Affairs office. The demand for any quantity will be fulfilled immediately. @PMOIndia @jagograhakjago
— Ram Vilas Paswan (@irvpaswan) September 26, 2019
বাজারে পেঁয়াজের জোগান হঠাত্ কমে যাওয়ার কারণ হিসেবে মহারাষ্ট্র ও কর্ণাটকের বন্যাকে দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পেঁয়াজ আসে মূল মহারাষ্ট্রের নাসিক, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ থেকে। অতিবৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় মহারাষ্ট্র থেকে পেঁয়াজের জোগান একেবারে কমে গিয়েছে। এর প্রভাব পড়েছে দেশের বাজারে। দেশের বহু জায়গায় ভাল মানের পেঁয়াজ ৬০-৮০ টাকা কেজি দরে বিকোচ্ছে।