এক্সপ্লোর
Advertisement
শিশুদের শরীরে সহজেই তৈরি হচ্ছে করোনার অ্যান্টিবডি, সমীক্ষায় স্বস্তির ইঙ্গিত
লন্ডনের দ্য রেট্রোভাইরাল ইমিউনো ল্যাবরেটরির জানিয়েছে, যেখানে সার্স-কোভ ২ আটকাতে সক্ষম অ্যান্টিবডি প্রাপ্তবয়স্কদের শরীরে তৈরির হার ৫ শতাংশ, সেটাই শিশুদের ক্ষেত্রে ৪৩ শতাংশ।
লন্ডন: করোনার সংক্রমণে পড়ার সবথেকে বেশি আশঙ্কা শিশু ও বয়স্কদের, এতদিন জানা গিয়েছিল তেমনটাই। কিন্তু নতুন এক সমীক্ষা সামনে এনেছে স্বস্তির খবর। যেখানে জানানো হয়েছে, শিশুদের শরীরে সহজেই তৈরি হয়ে যায় করোনা প্রতিরোধী অ্যান্টিবডি।
ঠান্ডা লাগা জনিত বিভিন্ন রোগ সামলাতে শরীরকে তৈরি করতে শিশুদের শরীরে তৈরি হয়ে থাকে যে অ্যান্টিবডি, তাই সার্স-কোভ ২ ভাইরাসকে প্রাণঘাতী হওয়া থেকে রুখে দিতে সক্ষম বলেই দাবি বিজ্ঞানীদের।
লন্ডনের দ্য রেট্রোভাইরাল ইমিউনো ল্যাবরেটরির জানিয়েছে, যেখানে সার্স-কোভ ২ আটকাতে সক্ষম অ্যান্টিবডি প্রাপ্তবয়স্কদের শরীরে তৈরির হার ৫ শতাংশ, সেটাই শিশুদের ক্ষেত্রে ৪৩ শতাংশ।
অতিমারী ছড়িয়ে পড়ার আগে সংগ্রহ করা ৩০০ জন প্রাপ্তবয়স্ক ও ৪৮ শিশুর রক্তের স্যাম্পেলের সঙ্গে করোনা সংক্রামিত ১৭০ জনের স্যাম্পেল তুলনা করে দেখা যায়। যেখানে পাওয়া গিয়েছে, কোভিডের সার্স-কোভ ২ প্রতিরোধী অ্যান্টিবডি ইতিমধ্যেই হাজির অনেকের শরীরে। যাদের মধ্যে প্রাপ্তবয়স্কদের থেকেও শিশুদের শরীরে অ্যান্টিবডিটির উপস্থিতির হার অনেকটা বেশি।
সাধারণত ঠান্ডা লাগা জনিত সমস্যা ও শ্বাস-প্রশ্বাসের অসুবিধা সৃষ্টিকারী বিভিন্ন ইনফেকশনের সংক্রমণে পড়ার আশঙ্কা বেশি থাকে শিশুদের। তাই তাদের শরীর যার সঙ্গে লড়াই করতে তৈরি করে অ্যান্টিবডি। আর আপাতত যার জন্য সমীক্ষা চালানোর পর ল্যাবটির দাবি, দুর্ভাগ্যবশত শিশুরা করোনা আক্রান্ত হলেও তাদের শরীরের উপর খুব মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা অনেকটাই কম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
আন্তর্জাতিক
জেলার
Advertisement