এক্সপ্লোর
Advertisement
ডিভিলিয়ার্সের রেকর্ড ভেঙে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়লেন ক্রিস গেইল
বিশ্বকাপে ডিভিলিয়ার্সের ঝুলিতে ৩৭টি ছক্কা মারার কীর্তি ছিল। গেইল শুক্রবার সেই কীর্তি ভেঙে দিলেন। ক্যারিবিয়ান তারকার ঝুলিতে এখন বিশ্বকাপে ৪০টি ছক্কা মারার নজির
ট্রেন্ট ব্রিজ: বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচেই রেকর্ড গড়লেন ক্রিস গেইল। এ বি ডিভিলিয়ার্সের রেকর্ড ভেঙে বিশ্বকাপে সবচেয়ে বেশি সংখ্যক ছক্কা মারার নজির গড়লেন ক্যারিবিয়ান তারকা।
শুক্রবার পাকিস্তানকে হেলায় হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের চতুর্থ ওভারে পাক পেসার হাসান আলিকে পরপর দুটি ছক্কা মারেন গেইল। সেই সঙ্গেই তিনি ভেঙে দেন ডিভিলিয়ার্সের রেকর্ড। বিশ্বকাপে ডিভিলিয়ার্সের ঝুলিতে ৩৭টি ছক্কা মারার কীর্তি ছিল। গেইল শুক্রবার সেই কীর্তি ভেঙে দিলেন। ক্যারিবিয়ান তারকার ঝুলিতে এখন বিশ্বকাপে ৪০টি ছক্কা মারার নজির।
বিশ্বকাপে ২৬টি ইনিংস খেলে এই নজির গড়লেন গেইল। ডিভিলিয়ার্স খেলেছেন ২২টি ইনিংস। চলতি টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকার প্রথম দশে গেইল ছাড়া কেউই নেই। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং। বিশ্বকাপে তাঁর মোট ওভার বাউন্ডারি ৩১টি। ব্রেন্ডন ম্যাকালাম ২৯টি ছক্কা মেরে তালিকায় চতুর্থ ও হার্শেল গিবস ২৮টি ছক্কা-সহ তালিকার পঞ্চম স্থানে রয়েছেন।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা: প্রথম দশ
১) ক্রিস গেইল - ৪০
২) এ বি ডিভিলিয়ার্স - ৩৭
৩) রিকি পন্টিং - ৩১
৪) ব্রেন্ডন ম্যাকালাম - ২৯
৫) হার্শেল গিবস - ২৮
৬) সচিন তেন্ডুলকর - ২৭
৭) সনৎ জয়সূর্য - ২৭
৮) সৌরভ গঙ্গোপাধ্যায় - ২৫
৯) ম্যাথু হেডেন - ২৩
১০) ভিভ রিচার্ডস - ২২
শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেটে ১৯ হাজার রানও সম্পূর্ণ করেছেন গেইল। ব্রায়ান লারা ও শিবনারায়ণ চন্দ্রপলের পর তৃতীয় ক্যারিবিয়ান ক্রিকেটার হিসাবে। পাকিস্তানের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করায় ওয়ান ডে-তে তাঁর টানা ছটি হাফসেঞ্চুরি হল। ওয়ান ডে-তে টানা হাফসেঞ্চুরি করার তালিকায় তাঁর নাম যুগ্মভাবে দ্বিতীয় স্থানে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement