CM Mamata Mukhomukhi: আদর্শ মেনে চলি, কথা দিলে কথা রাখি, নন্দীগ্রামে লড়া নিয়ে মুখোমুখি অনুষ্ঠানে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
বাহিনী নিয়ে নন্দীগ্রামে রিগিংয়ের পরিকল্পনা ছিল বিজেপির, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা : আমি আদর্শ মেনে চলি, কথা দিলে কথা রাখি। আবেগতাড়িত হয়ে বলেছিলাম নন্দীগ্রামে দাঁড়াব। মুখোমুখি অনুষ্ঠানে বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।পাশাপাশি ভোটের দিন বয়ালের বুথে গিয়ে বসে থাকা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়েন, এমনি এমনি বয়ালের বুথে গিয়ে বসিনি। বাহিনীর সঙ্গে রিগিংয়ের প্ল্যান করে বিজেপি। না গেলে ৭০টা বুথে রিগিংয়ের ছক ছিল।
বাংলা নববর্ষের দিনে এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে'কে দেওয়া একান্ত সাক্ষাৎকার মুখোমুখি-তে বিভিন্ন ইস্যুতে খোলামেলা উত্তর দেন তৃণমূল সুপ্রিমো। যেখানে নাম না করে অধিকারী পরিবারের দিকেও নিশানা করেন তিনি। তৃণমূল সুপ্রিমো বলেন, বুদ্ধবাবু ওদের জানিয়েই নন্দীগ্রামে অভিযান করিয়েছিলেন। অনেক সহ্য করেছি আর করব না।
নাম না করে অধিকারীদের উদ্দেশে কড়া আক্রমণের সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কখনই ও ভরসার পাত্র ছিল না। নন্দীগ্রামে সভা করলে সেখানে থাকত না। বাপ-ছেলে কাউকে দলের অনেক কর্মসূচিতে দেখা যেত না। এসেছিল তৃণমূল থেকে লুঠে খেতে, যতটা পেরেছে করেছে। যখন বিষয়গুলো আমার নজরে এসেছে, জানে আমি পদক্ষেপ নেব, তার আগে বিজেপিতে চলে গিয়েছে টাকা বাঁচাতে।'
নন্দীগ্রামে সূর্যোদয়ের ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাঁঝালো ভাষায় আক্রমণ, 'যখন নন্দীগ্রামের ঘটনা ঘটে তখনই কিছুটা জানতে পেরেছিলাম। বুদ্ধবাবু যখন নন্দীগ্রামে ঘটনাটা করেছিল তখন ওদের জানিয়েই করেছিল, এটা অনেকের থেকেই জানতে পারি।'
নন্দীগ্রামে ভোটে লড়ার প্রসঙ্গ উঠতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আদর্শ মেনে চলি, আর কথা দিলে কথা রাখি। আবেগতাড়িত হয়ে বলেছিলাম নন্দীগ্রামে দাঁড়াব, সেটা শুনে মানুষের যে উৎসাহ-উদ্দীপনা দেখেছিলাম, তা মন ছুঁয়ে গিয়েছিল। আর মানুষের আবেগ-ভালোবাসাকে সম্মান দিতে জানতে হয়। রাজ্যের অন্য যে কোনও আসনে দাঁড়ালে হয়তো আরও বেশি ভোটে জিততাম, তবে জয়ের ব্যবধান এখানে আসল নয়।'
যার পরই বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়েন, 'নন্দীগ্রামে গিয়ে জানতে পারি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিজেপি কীভাবে রিগিংয়ের পরিকল্পনা সাজিয়েছে। ১০টা বুথে কীভাবে দখল করেছিল। যার জন্যই আমাকে তিন ঘণ্টা একটা বুথের বাইরে বসে থাকতে হয়েছিল। গ্রামের লোকরা তো জানাল কাউকে ভোট দিতচে দেওয়া হয়নি। ওখানে আমি না থাকলে পরিকল্পনা ছিল ৭০টা বুথে রিগিং করার।'
নন্দীগ্রামের ফলাফল প্রসঙ্গে আত্মবিশ্বাসী কন্ঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, 'নন্দীগ্রামের ফল বেরোলে বুঝতে পারবে। ১০টা বুথে রিগিং করেও কী ফলাফল হয়েছে দেখতে পাবে।'
দেখুন পুরো সাক্ষাৎকার-