CM Mamata Mukhomukhi: দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাব, মুখোমুখি অনুষ্ঠানে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলায় ধূলিসাৎ হয়ে যাবে বিজেপি, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা : বাংলায় ধূলিসাৎ হয়ে যাবে বিজেপি, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাব আমরা। মুখোমুখি অনুষ্ঠানে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর কথায়, এবারের ভোটে বাংলার সম্মানের ভোট। বাংলার ঐতিহ্য, সম্মানের লড়াই। যেখানে বড় ভূমিকা নিচ্ছেন বাংলার মা-বোনেরা।
বাংলা নববর্ষের দিনে এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে'কে দেওয়া একান্ত সাক্ষাৎকার মুখোমুখি-তে বিভিন্ন ইস্যুতে খোলামেলা উত্তর দেন তৃণমূল সুপ্রিমো।
চলতি বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস কটা আসন পেতে পারে বলে আপনি মনে করেন জানতে চাইলে উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলার মানুষের প্রতি আমার বিশ্বাস, ভরসা, আস্থা সম্পূর্ণভাবে রয়েছে। আর এবারের নির্বাচন হচ্ছে বাংলার সম্মান বাঁচানোর নির্বাচন। বাংলা যেন বাংলায় থাকে তার লড়াই। বাংলা মায়ের সম্মান। বাংলার ইজ্জত, সভ্যতা, সংস্কৃতি, ভাষা, বর্ণ, সংহতি, সম্প্রীতি বাঁচানোর লড়াই। তাই এই লড়াইয়ে আমি মনে করি মা-বোনেরা একটা বড় ভূমিকা পালন করবে। সঙ্গে তরুণ প্রজন্মও। কৃষক, শ্রমিক থেকে শিক্ষক, সব পেশার মানুষই এবার তৃণমূল কংগ্রেসকেই তাই সমর্থন করবে বলে আমি আত্মবিশ্বাসী।'
তৃণমূল সুপ্রিমো আরও জোড়েন, 'এটা দিল্লির নির্বাচন নয়, বাংলার নির্বাচন। আর আমরা, আমাদের সরকার কাজ করে দেখিয়েছি। এবং আগামীদিনেও করব। এই ভরসাটা মানুষের রয়েছে। আমার বিশ্বাস দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আমরা পাব।'
ধর্ম, জাত, সম্প্রদায়ের ভিত্তিতে কোথায় গিয়ে এবারে মেরুকরণের ভোট হচ্ছে বলে অনেকে মনে করছেন। যা নিয়ে জানতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'এটা পুরোটাই বিজেপি করেছে। বিজেপি মতুয়া, রাজবংশী সবার কাছে গিয়ে বলছে আমরা তোমাদের পক্ষে, কিন্তু আসলে ওরা কারোর পক্ষেই নয়। সবাইকে গিয়ে ভুল বোঝাচ্ছে। চালাকি করে ভাগ করার চেষ্টা করছে। তবে বাংলার মানুষ একটা পরিবার। হিন্দু-মুসলমান-শিখ-ইসাই-তফশিলি-আদিবাসী-মতুয়া-রাজবংশী-কুজুর-মাহাতো থেকে জন ছোট-বড় জনগোষ্ঠী আছে সবাই মিলে বাংলার একটা বড় পরিবার। সেটাকে আলাদা করা যাবে না। একটা সময় মানুষকে ভুল বোঝানো যায়, কিন্তু সবসময় নয়।'
আক্রমণের ধার বাড়িয়ে তৃণমূল সুপ্রিমো জোড়েন, 'বাংলাকে যাতে গুজরাট দখল করে নিতে না পারে সে ব্যাপারে বাংলার লোক সতর্ক। বাংলা গুজরাটের হাতে গেলে আমাদের অস্তিত্ব, ভাষা, সংস্কৃৃতি সব হারিয়ে যাবে। বাংলার মানুষ সেটা হতে দেবেন না, বরং এবারের নির্বাচনে বিজেপি ধূলিসাৎ হয়ে যাবে, এটা আমার ধারণা।'
দেখুন পুরো সাক্ষাৎকার