এক্সপ্লোর
Advertisement
অভিযোগ, সব বুক করে ফেলেছে বিজেপি, একটিও চার্টার্ড প্লেন পাচ্ছে না, ক্ষোভ কংগ্রেসের
নয়াদিল্লি: লোকসভা ভোটের প্রচারের টেম্পো ওঠেনি। তার মধ্যেই কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রের শাসক দল বিজেপি ইতিমধ্যে সব চার্টার্ড প্লেন বুক করে ফেলেছে, ফলে তারা একটা-দুটো জোগাড়েও হিমসিম খাচ্ছে। শীর্ষ কংগ্রেস নেতা আনন্দ শর্মার দাবি, শাসক দল নিজেদের হাতে যাবতীয় সম্পদ কুক্ষিগত করে ফেলেছে। ফলে তাদের সঙ্গে এঁটে উঠতে পারছে না বিরোধী দলগুলি। একটা অসম লড়াই চলছে। বিজেপি লোকসভা নির্বাচনের প্র্রচারের জন্য সব চার্টার্ড বিমান বুক করে ফেলেছে। আমরা একটাও পাচ্ছি না। কিছু এমনি বিমান পেতেও কাঠখড় পোড়াতে হচ্ছে। বিজেপি বিজ্ঞাপন, প্রচারের পিছনে ৪ হাজার কোটি টাকার বেশি ঢেলেছে বলে দাবি করে তিনি বলেন, নেটফ্লিক্স, অ্যামাজন, ইউনিলিভারের মতো বহুজাতিক কোম্পানিগুলির ব্যয়ের চেয়ে এটা বেশি। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির মাধ্যমেও সরকারি প্রচারের পিছনে টাকা ঢালা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও মানুষের ভালবাসা, সমর্থনের জোরে বিজেপিকে আমরা হারাব।
লোকসভা ভোটে আনন্দ শর্মাকে দলের পাবলিসিটি কমিটির মাথায় বসিয়েছে কংগ্রেস। সূত্রের খবর, ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধ থেকে তারা ভোট প্রচারে নামবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement