এক্সপ্লোর
Advertisement
‘আসছে করোনাভাইরাস’! সাত বছর আগের ট্যুইট ঘিরে জোর শোরগোল সোশ্যাল মিডিয়ায়
করোনাভাইরাস এখন সারা বিশ্বেই আতঙ্ক ছড়িয়েছে। লোকের মুখে মুখে ফিরছে মারণ এই ভাইরাসের নাম। এরইমধ্যে এক ব্যক্তির সাত বছর আগের একটি ট্যুইট সামনে এসেছে। আর তা ঘিরেই জল্পনায় মেতেছে নেটদুনিয়া।
নয়াদিল্লি: করোনাভাইরাস এখন সারা বিশ্বেই আতঙ্ক ছড়িয়েছে। লোকের মুখে মুখে ফিরছে মারণ এই ভাইরাসের নাম। এরইমধ্যে এক ব্যক্তির সাত বছর আগের একটি ট্যুইট সামনে এসেছে। আর তা ঘিরেই জল্পনায় মেতেছে নেটদুনিয়া। ওই ট্যুইটে সাত বছর আগে করোনাভাইরাস সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন তিনি!
সারা বিশ্বে প্রায় দেড় লক্ষেরও বেশি মানুষের শরীরে ছড়িয়েছে এই ভাইরাসের সংক্রমণ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজারের বেশি। ইউরোপের মধ্যে ইতালিতে করোনার প্রকোপ এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। ভারতে এখনও পর্যন্ত ১১৪ জনের সংক্রমণ ধরা পড়েছে। দুই জনের মৃত্যু হয়েছে।
তবে সোশ্যাল মিডিয়ায় এ ধরনের ভাইরাসের হামলা নিয়ে আগেই আঁচ করেছিল মনে হচ্ছে! উদাহরণ হিসেবে বলা যায়, ১৯৯৩-এ দি সিম্পসন –এর একটি পর্ব তৈরি হয়েছিল ওসাকা ফ্লু অবলম্বনে। আর ওই ফ্লু-র উপসর্গ হুবহু কোভিড-১৯ এর মতো। এরইমধ্যে মার্কো নামে এক ব্যক্তি করোনাভাইরাসের প্রাদু্র্ভাবের ভবিষ্যতবাণী করেছিলেন। তবে সেই সময় কি তিনি জানতেন, সাত বছর পর কী হতে চলেছে! অনুমান করতে পেরেছিলেন যে, এই অতিমারি এত মানুষের প্রাণ কেড়ে নেবে!
এক্ষেত্রে উল্লেখযোগ্য, ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো ট্যুইটারে ইউজাররা একবার কোনও পোস্ট শেয়ার করলে তা আর তাতে আর হেরফের ঘটাতে পারেননি। এর অর্থ ওই ব্যক্তি ২০১৩-র জুনে ওই ট্যুইট পোস্ট করেছিলেন। তবে তিনি কি ২০২০-র এই করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পূর্বাভাস দিয়েছিলেন? এতে কিন্তু সন্দেহ থেকেই যায়।
কারণ, করোনাভাইরাস প্রকৃতপক্ষে নতুন কিছু নয়। তবে ভাইরাসের এই দাপট এর আগে কখনও দেখা যায়নি। করোনাভাইরাস বলতে একগুচ্ছ ভাইরাস বোঝায়, যেগুলির প্রভাবে মানুষের শরীরে সাধারণ ফ্লু থেকে শুরু করে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়।
কয়েক বছর আগে এই শ্রেণীর ভাইরাসের দাপট সার্সের প্রাদুর্ভাবের কারণ হয়েছিল। বর্তমানে এই ভাইরাস যে তাণ্ডব চালাচ্ছে তা নতুন এবং ২০১৯-এর আগে তা দেখা যায়নি।
তবে যাই হোক, মার্কোর সাত বছর আগের ট্যুইট এখন সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement