এক্সপ্লোর
Advertisement
দিল্লিতে ২৭ এপ্রিল পর্যন্ত লকডাউনে ছাড় নয়, জানিয়ে দিলেন কেজরিওয়াল
দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক।
নয়াদিল্লি: করোনা ভাইরাস মোকাবিলায় যে লকডাউন চলছে, তাতে কোনওরকম ছাড় দেওয়া হবে না। আজ এমনই জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, ‘দিল্লিতে ১১টি জেলা আছে এবং সবকটি জেলাকেই হটস্পট ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পরামর্শ অনুযায়ী, যে অঞ্চলগুলিতে সংক্রমণ, সেখানে কোনওভাবেই লকডাউনে ছাড় দেওয়া যাবে না। দিল্লির বাসিন্দাদের জীবনের কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কাল থেকে লকডাউনে কোনওরকম ছাড় দেওয়া হবে না। আমরা ফের ২৭ এপ্রিল বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসব। সেই বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তারপর প্রয়োজন হলে লকডাউন সংক্রান্ত নিয়ম শিথিল করা যেতে পারে।’
After assessing the prevailing situation in Delhi, we have decided not to permit any relaxation of the lockdown, as of now. https://t.co/mPIOpuF2KR
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 19, 2020
কেজরিওয়াল আরও জানিয়েছেন, ‘দিল্লিতে এখন ৭৫টিরও বেশি বেশি জায়গা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১,৯০০-রও বেশি। তাঁদের মধ্যে ২৬ জন আইসিইউ-তে আছেন। ৬ জন আছেন ভেন্টিলেটরে। মৃত্যু হয়েছে ৪৩ জনের। লকডাউন শিথিল করা হলে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। সেক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। আতঙ্কিত হওয়ার কারণ নেই। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, লোকজন পেশাগত প্রয়োজনে বাড়ির বাইরে যেতে পারছেন না। আমি এটা নিয়ে উদ্বিগ্ন। কিন্তু লকডাউন শিথিল করলে যদি হাসপাতালের শয্যা, ভেন্টিলেটর কম পড়ে, তাহলে কী হবে? সে কথা ভেবেই আমরা লকডাউন শিথিল করছি না।’
দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। অন্য রাজ্য এবং বিদেশ থেকে বহু মানুষের যাতায়াতের কারণেই দিল্লিতে সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গতকাল শহরাঞ্চলে ৭৩৬ জনকে পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ২৫ শতাংশ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। সেই ১৮৬ জনের শরীরেই কোনওরকম উপসর্গ ছিল না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement