এক্সপ্লোর
দক্ষিণ দিনাজপুরে করোনা চিকিৎসায় নতুন উদ্যোগ, শুরু প্লাজমা সংগ্রহ
দিল্লির পর এবার দক্ষিণ দিনাজপুর। প্লাজমা থেরাপির মাধ্যমে শুরু হতে চলেছে করোনা রোগীর চিকিৎসা। বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে প্লাজমা সংগ্রহ শুরু হয়েছে।

দক্ষিণ দিনাজপুর: দিল্লির পর এবার দক্ষিণ দিনাজপুর। প্লাজমা থেরাপির মাধ্যমে শুরু হতে চলেছে করোনা রোগীর চিকিৎসা। বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে প্লাজমা সংগ্রহ শুরু হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আজ জেলায় প্রথম বালুরঘাট ব্লাড ব্যাঙ্কের মেডিকেল অফিসার রমিত দে প্লাজমা দান করেন। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসার পর আপাতত সুস্থ চিকিৎসক। আজ তিনি প্রথম প্লাজমা দান করেন। ব্লাড ব্যাঙ্কের আধিকারিক চিকিৎসক রমিত দে বলেন, 'করোনা চিকিৎসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কার্যকরী উপায় বলে মনে করা হচ্ছে প্লাজমা থেরাপিকে। আমি নিজেই করোনা পজেটিভ থেকে সুস্থ হয়েছি। প্লাজমা থেরাপির মাধ্যমে যাতে করোনা রোগী সুস্থ হয়ে ওঠে, সেজন্যই এই উদ্যোগ।'
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















