Adhir Chowdhury on Coronavirus: করোনা সংকটে সংসদের বিশেষ অধিবেশনের আর্জি অধীরের, চিঠি রাষ্ট্রপতিকে
দেশের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সঙ্কটের এই সময়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।
কলকাতা : সংসদের বিশেষ অধিবেশন চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। দেশের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সঙ্কটের এই সময়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।
চিঠিতে তিনি লিখেছেন, ‘দেশের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সঙ্কটের সময় সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। সাংসদরা তাঁদের নিজ নিজ এলাকার পরিস্থিতি নিয়ে তুলে ধরার পর, কীভাবে মানুষের কষ্ট লাঘব করা যায়, তার একটি রূপরেখা তৈরি করা দরকার’।
বর্তমানে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ দেশে ত্রাসের সঞ্চার করেছে। কোনও কোনও রাজ্যে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এরফলে প্রবল চাপ পড়েছে স্বাস্থ্য পরিকাঠামোয়। হাসপাতালে বেড না পাওয়া, অক্সিজেন ও ওষুধের অভাবের অভিযোগও উঠে আসছে। দেশের করোনাজনিত এই পরিস্থিতির কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সংসদের বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানিয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। দেশে মোট সংক্রমিত ২ কোটি ২৬ লক্ষ ৬২ হাজার ৫৭৫।
উল্লেখ্য, রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে দৈনিক সংক্রমিত হয়েছিলেন ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন। শনিবার সংক্রমিত হয়েছিলেন, ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮। বৃহস্পতিবার একদিনে আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন।
ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৫৪ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ১১৬ জনের।
রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় দৈনিক মৃত্যু হয়েছিল ৪ হাজার ৯২ জনের। শনিবার দৈনিক মৃত্যু ছিল ৪ হাজার ১৮৭। শুক্রবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৯১৫। বৃহস্পতিবার একদিনে মৃত্যু হয় ৩ হাজার ৯৮০ জনের।
অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে ৩৭ লক্ষ ৪৫ হাজার ২৩৭। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৮৬ লক্ষ ৭১ হাজার ২২২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৩ হাজার ৮১৮ জন।
ভারতে এখনও পর্যন্ত ১৭ কোটি মানুষের টিকাকরণ হয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, ১৭.০১ কোটি মানুষের টিকাকরণ হয়েছে।