Covid 19 Guidelines: করোনায় ক্ষতিগ্রস্ত শিশুদের সুরক্ষা ও দেখভালের জন্য নির্দেশিকা জারি কেন্দ্রের
রাজ্য প্রশাসনকে কেন্দ্র বলেছে যে, এ ধরনের শিশুদের প্রোফাইল সহ একটি ডেটাবেস তৈরি করতে বলেছে। এই ডেটাবেসে ওই শিশুদের জন্য কী করণীয় ও তাদের কী প্রয়োজন- এধরনের বিস্তারিত তথ্য থাকতে হবে।কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সচিব রাম মোহন মিশ্রর পক্ষ থেকে এই নির্দেশিকা সমস্ত রাজ্য সরকারগুলির কাছে পাঠানো হয়েছে।
নয়াদিল্লি: করোনাভাইরাস অতিমারীর প্রভাবে ক্ষতিগ্রস্ত শিশুদের সুরক্ষা ও দেখভালের জন্য এক নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার।এই নির্দেশিকায় এই সমস্ত শিশুদের দেখভালের ক্ষেত্রে রাজ্য সরকার থেকে শুরু করে জেলা ও পঞ্চায়েত স্তরের আধিকারিকদের দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে। নির্দেশিকায় রাজ্য সরকারগুলিকে সমীক্ষা ও যোগাযোগ কর্মসূচীর মাধ্যমে করোনা অতিমারীর ফলে ক্ষতিগ্রস্ত শিশুদের তালিকা তৈরি করতে বলা হয়েছে।
রাজ্য প্রশাসনকে কেন্দ্র বলেছে যে, এ ধরনের শিশুদের প্রোফাইল সহ একটি ডেটাবেস তৈরি করতে বলেছে। এই ডেটাবেসে ওই শিশুদের জন্য কী করণীয় ও তাদের কী প্রয়োজন- এধরনের বিস্তারিত তথ্য থাকতে হবে।কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সচিব রাম মোহন মিশ্রর পক্ষ থেকে এই নির্দেশিকা সমস্ত রাজ্য সরকারগুলির কাছে পাঠানো হয়েছে।
রাজ্য সরকারগুলিকে এই শিশুদের ডেটাবেস তৈরির ক্ষেত্রে সমস্ত তথ্য সুরক্ষিত ও গোপনীয় বজায় রাখতে বলেছে। নির্দেশিকায় ২০১৫-র জেজে আইন অনুযায়ী, ওই শিশুদের পরিচয় গোপন রাখতে বলা হয়েছে। সেইসঙ্গে ওই শিশুদের সম্পর্কে তথ্য সংগ্রহের পর তা কেন্দ্র সরকারের ট্রাক চাইল্ড পোর্টালে আপলোড করতে বলা হয়েছে।
কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য সরকারগুলির কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ওই শিশুদের ডেটাবেস তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকদের ভূমিকা ও দায়িত্ব স্থির করতে হবে। এছাড়াও এই কাজের জন্য নিম্ন পর্যায়ে একে অপরের সঙ্গে ভালো সমন্বয়ের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। আপৎকালীন সুরক্ষা সংক্রান্ত নির্দেশিকায় রোগীর নির্ভরযোগ্য ব্যক্তির কাছ থেকে যোগাযোগ নম্বর নিতে বলা হয়েছে, যাতে আপৎকালীন সময়ে সংশ্লিষ্ট শিশুর দেখভালের জন্য ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যায়।
উল্লেখ্য, ভারতে করোনা সংক্রমণ এখনও উদ্বেগজনক। এরইমধ্যে আশার আলো দেখিয়ে গতকালের তুলনায় সামান্য কমল দৈনিক মৃত্যু এবং দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭১৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২ লক্ষ ৭ হাজার ৭১ জন। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যাণ বলছে, দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৫ লক্ষ ৭৪ হাজার ৩৫০। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৪০ হাজার ৭০২ জনের। অ্যাকটিভ কেসের সংখ্যা ১৬ লক্ষ ৩৫ হাজার ৯৯৩। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৬৫৫। দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ২২ কোটি ৪১ লক্ষ ৯ হাজার ৪৪৮ জনের।