২০২১-এর আগে কোভিড-১৯ ভ্যাকসিন বের হবে না, সংসদীয় প্যানেলের সামনে স্বীকারোক্তি কেন্দ্রীয় আধিকারিকদের
সম্প্রতি, আইসিএমআর-এর অধিকর্তা গবেষকদের নির্দেশ দিয়েছেন, ১৫ অগাস্টের মধ্য়ে টিকা বের করতে...
নয়াদিল্লি: যে সময় আইসিএমআর-এর অধিকর্তা গবেষকদের নির্দেশ দিয়েছেন, ১৫ অগাস্টের মধ্য়ে টিকা বের করতে, ঠিক তখনই বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় প্যানেলকে কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা জানিয়ে দিলেন, ২০২১ সালের আগে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি করা সম্ভব নয়।
বিশ্বের বিজ্ঞানী ও গবেষকরা নোভেল করোনাভাইরাস অতিমারী রুখতে যখন দিনরাত এক করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভারতেও চলছে হয়েছে ভ্যাকসিন তৈরির চেষ্টা। একসঙ্গে দু-দুটি ভ্যাকসিন তৈরির কাজ চলছে। শীঘ্রই শুরু হচ্ছে দুটিরই মানব পরীক্ষা।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় আধিকারিকদের এই স্বীকারোক্তি সেই আশায় জোর ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্যসভার ওই প্যানেলকে আধিকারিকরা জানিয়েছেন, ২০২১ সালের প্রথম তিনমাসের মধ্যে হয়ত এই টিকা বের করা সম্ভব হবে। এটাই সবচেয়ে দ্রুত। এর আগে সম্ভব নয়।
জানা গিয়েছে, কেন্দ্রের গঠিত কোভিড-১৯ প্রস্তুতি সংক্রান্ত কমিটির সামনে এদিন হাজিরা দেন বিজ্ঞান ও প্রযুক্তি ও বায়োটেকনলজি দফতরের শীর্ষ আধিকারিকরা, সিএসআইআর অধিকর্তা ও কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা। সেখানেই তাঁরা এই কথা উল্লেখ করেন।
প্যানেলের চেয়ারম্যান কংগ্রেস নেতা জয়রাম রমেশ সহ কমিটির সাত সদস্য এই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে ওই প্যানেলের সামনে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী বছরের আগে ভ্যাকসিন দিনের আলো দেখবে না।
এর আগে, চলতি মাসের গোড়ায়, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ডিজি বলরাম ভার্গব কোভ্যাক্সিন টিকা নিয়ে কাজ করা গবেষকদের নির্দেশ দেন যাতে আগামী ১৫ অগাস্টের মধ্য়েই এই কোভিড-১৯ ভ্যাকসিন বের করা সম্ভব হয়।
সময়সীমা বেঁধে দেওয়া নিয়ে বিতর্ক শুরু হওয়ায় তিনি পরে ব্যাখ্যা করে জানান, গবেষণায় যাতে কোনও গা-ছাড়া ভাব না চলে আসে, সেই জন্যই তা বলা হয়েছে। তিনি যোগ করেন, দেশীয় ভ্যাকসিনের প্রচার করার পাশাপাশি এটাও মাথায় রাখা হচ্ছে যাতে তা সবরকম সুরক্ষা, গুণগতমান ও নীতি অবলম্বন করে চলে।