এক্সপ্লোর
করোনা অতিমারী বিশ্বের অর্থনীতিতে চিরস্থায়ী ক্ষত তৈরি করবে, দুর্বল হবে বিনিয়োগ, আশঙ্কা বিশ্ব ব্যাঙ্কের
বিশ্ব ব্যাঙ্কের ধারণা, লকডাউনের ফলে বিশ্ব অর্থনীতি এবছর তিন শতাংশ সংকুচিত হবে।

নয়াদিল্লি: করোনার জেরে স্তব্ধ জনজীবন। বেহাল গোটা বিশ্বের অর্থনীতি। যার সুদুরপ্রসারী প্রভাব পড়তে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করল বিশ্ব ব্যাঙ্ক। মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করেছে বিশ্ব ব্যাঙ্ক। তাতে লেখা হয়েছে, ‘কোভিড ১৯ এবং তার জেরে বিশ্বব্যাপী মন্দা গভীর ক্ষত তৈরি করবে। বিনিয়োগও মুখ থুবড়ে পড়বে। শিক্ষায় প্রতিবন্ধকতা আর বেকারত্বের জন্য মানব সম্পদে ঘাটতি পড়বে। বাণিজ্যিক শৃঙ্খলা বরাবরের মতো অসুস্থ হয়ে পড়তে পারে।’ বিশ্ব ব্যাঙ্কের ধারণা, লকডাউনের ফলে বিশ্ব অর্থনীতি এবছর তিন শতাংশ সংকুচিত হবে। বলা হচ্ছে, ঊনিশশো তিরিশের দশকে যে বিশ্ব মহামন্দা পরিস্থিতি (গ্রেট ডিপ্রেশন) তৈরি হয়েছিল, তার পর এই প্রথম করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে আবার বড় রকমের ধস নেমেছে। কোভিড-১৯-এর সবচেয়ে মারাত্মক প্রভাব পড়ছে ২০২০ সালের দ্বিতীয় কোয়ার্টারে অর্থাৎ এপ্রিল, মে ও জুন এই তিন মাসে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















